For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে আক্রমণ সিন্ডিকেট খোঁচায়, বাংলা বাঁচাতে পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদীর

রাজ্য এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সিন্ডিকেট খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যের মা-মাটি-মানুষের সরকারকে সিন্ডিকেট খোঁচা দিয়ে বলেন, মা-মাটি-মানুষের সরকারের আসল ছবি হল সিন্ডিকেট।

Google Oneindia Bengali News

রাজ্য এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সিন্ডিকেট খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যের মা-মাটি-মানুষের সরকারকে সিন্ডিকেট খোঁচা দিয়ে বলেন, মা-মাটি-মানুষের সরকারের আসল ছবি হল সিন্ডিকেট। চিটফান্ড থেকে আলুর বন্ড বিক্রি, সবেতেই সিন্ডিকেটের বাড়বাড়ন্ত। বাংলার মানুষ এখন বুঝতে পারছেন বামপন্থীদের সরিয়ে কী বিপদ ডেকে এনেছেন।

মমতাকে আক্রমণ সিন্ডিকেট খোঁচায়, বাংলা বাঁচাতে পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদীর

এরপরই প্রধানমন্ত্রী মেদিনীপুরের কৃষক কল্যাণ সমাবেশ থেকে বলেন, ভোটব্যাঙ্কের জন্য সিন্ডিকেট খোলা হয়েছে। এই সিন্ডিকেট পরিকল্পিতভাবেই খুলেছে রাজ্যের শাসকদল। বাংলার যুবকরা চাকরি পাচ্ছেন না। বামপন্থীদের সরিয়ে কী এই বিপদ আপনারা ডেকে আনতে চেয়েছিলেন। প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি এদিন আরও বলেন, পঞ্চায়েতে জোরজুলুম, সন্ত্রাসের ভোট হয়েছে। বাম শাসনের থেকেও খারাপ অবস্থা বাংলায়। তৃণমূল কংগ্রেসের রাজত্বে অপশাসন চলছে। আতঙ্কের মধ্যেও ভোট করেছেন বিজেপি সমর্থকরাষ। তাঁদেরকে প্রণাম না জানিয়ে পারছি না। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, যে গণতন্ত্র বিশ্বাস করে না, সে বাংলায় বাঁচবে না।

এদিন ত্রিপুরায় বাম সরকারের পতনের উদাহারণ তুলে ধরে নরেন্দ্র মোদী বলেন, এবার বাংলায় তৃণমূল সরকারের পতন হবে, পতন ঘটাবে বিজেপি। ২০১৯ থেকেই সেই পতনের সূচনা হবে। এদিন বিশাল জনসমাগম দেখে খুশি হয়ে মোদী অতি উৎসাহে সেই কথা জানান। বলেন, এখানে আসার সময়েও রাস্তার দুধারে জনসমাগম দেখে আমি খুব খুশি।

সেইসঙ্গে বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ, তিনি নিজের ছবি লাগিয়ে আমাকে স্বাগত জানিয়েছেন। তারপরই কৃষকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আমার সরকার আপনাদের সরকার, কিষান দরদী সরকার। আমার সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে, যা কৃষকদের মুনাফা দেবে, তাঁদের শক্তি জোগাবে। নতুন ভারতের স্বপ্নপূরণ করতে এগিয়ে এসেছে দেশবাসী। তাই নতুন ভারত গড়ে উঠবেই।

এর পাশাপাশি মেদিনীপুরবাসীর বন্দনাতেও মুখরিত হন নরেন্দ্র মোদী। তিনি বলেন, শিক্ষা-সংস্কৃতি, সমাজ-সংস্কার সমস্ত কিছুতেই মেদিনীপুরের অবদান রয়েছে। বাংলার পরিবর্তনেও মেদিনীপুর অবদান রাখবে, এ কথা অনস্বীকার্য। তা দেখতে পাচ্ছি এদিনের সভা থেকে। তিনি রাজ্যবাসীর প্রতি বলেন, ২০২২-এ কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে তাঁর সরকারের। কারণ গ্রামের উন্নয়ন না হলে দেশ এগোতে পারবে না।

মোদী বলেন, বাংলায় আলুর ফলন ভালো হয়। বন্যায় আলু চাষের ক্ষতি হয়েছে। হিমঘর নেই পর্যাপ্ত। আলু চাষিদের জন্য তাই বিশেষ পরিকল্পনা নিয়েছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। তিনি আরও বলেন, ধানের সহায়কমূল্য বাড়িয়েছি। চটের দাম বেড়েছে। এতে উপকৃত হবে বাংলার চাষিরা। তিনি এদিন বাঁশ চাষের পক্ষেও সওয়াল করেন।

English summary
Narendra Modi attacks Mamata Banerjee in speech of syndicate. He gives message to change of West Bengal like Tripura.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X