For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভ্যাকসিনেশন কভারেজ দেশে ৫০০ মিলিয়নের উপরে, বার্তা প্রধানমন্ত্রী মোদীর

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক শুক্রবার ঘোষণা করেছে, দেশব্যাপী ভ্যাকসিনেশনের ২০৩তম দিনে করোনাভাইরাস রোগ প্রতিরোধে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডোজের টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করেছে ভারত।

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক শুক্রবার ঘোষণা করেছে, দেশব্যাপী ভ্যাকসিনেশনের ২০৩তম দিনে করোনাভাইরাস রোগ প্রতিরোধে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডোজের টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করেছে ভারত। উল্লেখ্য করোনা রোগ প্রতিরোধে ইনোকুলেশন ড্রাইভ বা টিকাদান অভিযান ২০২১-এর ১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল।

করোনা ভ্যাকসিনেশন কভারেজ দেশে ৫০০ মিলিয়নের উপরে: মোদী

করোনার সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ভারতের ক্রমাগত কোভিড-১৯ ভ্যাকসিনেশন কভারেজ ৫০০,৩৪৮,৮৬৬। কোভিড-১৯ ভ্যাকসিনের সার্বজনীন করার নতুন পর্ব ২১ শে জুন থেকে শুরু হয়েছে। এদিন ৪,৩২৯,৭৬৩ টিকা ডোজ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। আরও ব্রেক-আপ দিয়ে জানানো হয়েছে, ১৮ থেকে ৪৪ বয়সের মধ্যে ১৭২ মিলিয়নেরও বেশি মানুষ তাদের প্রথম ডোজ পেয়েছে।

পাঁচটি রাজ্য ওই বয়সের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের ১০ মিলিয়নেরও বেশি ডোজ দিয়েছে। এই পাঁচ রাজ্য হল মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এদিন সন্ধ্যা পর্যন্ত তাদের প্রথম এবং দ্বিতীয় ডোজ প্রাপ্তদের সংখ্যা যথাক্রমে ৩,২১০,৬১৩ এবং ১,১১৯,০৬০ ছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া টুইটারে এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। কোভিড-১৯'এর বিরুদ্ধে ভারতের লড়াই একটি শক্তিশালী প্রেরণা দেয়। তাই ভ্যাকসিনেশন সংখ্যা ৫০০,০০০,০০০ অতিক্রম করে গিয়েছে। আমরা নিশ্চিত করব যে আমাদের নাগরিকদের 'সবকো ভ্যাকসিন মুফ্ট ভ্যাকসিন' উদ্যোগের অধীনে টিকা দেওয়া হয়েছে। এই মর্মে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন। ভারত কোভিড-১৯ ভ্যাকসিনেশনকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছে। আজ অবধি ভ্যাকসিনেশন ৫০০,০০০,০০০ ডোজের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই মাইলফলকের প্রতিটি পর্যায়ে পৌঁছানোর জন্য কত দিন সময় নিয়েছেন তাও তালিকাভুক্ত করেছেন: ৮৫ দিনে ০ থেকে ১০০ মিলিয়ন ডোজ, ৪৫ দিনে ১০০ থেকে ২০০ মিলিয়ন, ২৯ দিনে ২০০ থেকে ৩০০ মিলিয়ন, ২৪ দিনে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন এবং আগের ১০০ মিলিয়ন মাত্র ২০ দিনে।

এই পর্যন্ত, চারটি ভ্যাকসিন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছ থেকে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে দুটি হল- কোভিশিল্ড এবং কোভাক্সিন। অন্য দুটি ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্পুটনিক ভি এবং মডার্নার অ্যান্টি-কোভিড জাব। এর মধ্যে, হায়দরাবাদভিত্তিক ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড দ্বারা তৈরি কোভ্যাক্সিন ভারতের প্রথম এবং এইভাবে করোনাভাইরাস রোগের বিরুদ্ধে এখন পর্যন্ত একমাত্র দেশীয় টিকা।

English summary
Narendra Modi and central health minister comment that India's Corona vaccination coverage crosses 500 million.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X