For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-শাহ ঝড় তুলতে আসছেন বাংলায়, নতুন বছরে টার্গেট ২২-এর কৌশল চূড়ান্ত

রথযাত্রা করে রাজ্যে গেরুয়া ঝড় তোলার পরিকল্পনা এখন বিশ বাঁও জলে। কিন্তু এবার বাংলা যে বিজেপির পাখির চোখ! তাই রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রার বিকল্প কর্মসূচি তৈরি করে ফেলল বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

রথযাত্রা করে রাজ্যে গেরুয়া ঝড় তোলার পরিকল্পনা এখন বিশ বাঁও জলে। কিন্তু এবার বাংলা যে বিজেপির পাখির চোখ! তাই রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রার বিকল্প কর্মসূচি তৈরি করে ফেলল বিজেপি। রথযাত্রা না হলে পদযাত্রা যেমন হবে, সেইসঙ্গে বাংলায় ঝড় তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসছেন রাজ্যে।

মোদী-শাহ ঝড় তুলতে আসছেন বাংলায়, নতুন বছরে টার্গেট ২২-এর কৌশল চূড়ান্ত

এদিন বঙ্গ বিজেপির পক্ষ থেকে সাফ করে দেওয়া হয়েছে। জানুয়ারিতে অমিত শাহকে এনে অন্তত চারটি জনসভা করা হবে। নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভা করতে আসবেন ফেব্রুয়ারিতে। জানুয়ারিতেই দুই শীর্ষ নেতাকে নিয়ে একাধিক সভা করার ভাবনা ছিল। কিন্তু মোদী একেবারে নির্বাচনী জনসভা করতে আসবেন বাংলায়।

[আরও পড়ুন:বিজেপি কি গ্রিন সিগন্যাল পাবে বঙ্গে! হাইকোর্টে রথযাত্রার ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার][আরও পড়ুন:বিজেপি কি গ্রিন সিগন্যাল পাবে বঙ্গে! হাইকোর্টে রথযাত্রার ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার]

এর আগে একাধিকবার নরেন্দ্র মোদী ও অমিত শাহের সভা করার দিনক্ষণ পরিবর্তন হয়েছেন। রথযাত্রার অনুমতি জটেই বারবার বাতিল হয়েছে বিজেপির হেভিওয়েট দুই নেতার কর্মসূচি। তাই এবার ধীরে চলো নীতি নেওয়া হয়েছে। আগে রথযাত্রা কর্মসূচির ভবিষ্যৎ স্থির করা হবে। তারপরই মোদী-শাহ জুটি বাংলায় পা রাখবেন।

[আরও পড়ুন: বড়দিনের আনন্দকে শহর থেকে জেলায় ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ মমতার][আরও পড়ুন: বড়দিনের আনন্দকে শহর থেকে জেলায় ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ মমতার]

রথযাত্রার অনুমতি না মেলায় আগেই সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তোপ দেগেছিলেন তৃণমূল সরকাররে বিরুদ্ধে। সেইসঙ্গে জানিয়েছিলেন, বাংলায় রথযাত্রা হবেই। এবং প্রতিটি রথযাত্রা তিনিই উদ্বোধন করবেন। বাংলা বিজেপির পাথির চোখ, বাংলায় পরিবর্তন আনবেন তাঁরাই। এবং তা আসবে বিজেপির হাত ধরেই।

English summary
Narendra Modi and Amit Shah do five public meeting between two months. BJP state president Dilip Ghosh announces new strategy in target of Bengal winning.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X