For Quick Alerts
For Daily Alerts
নারকোটিক শাখার অভিযান, গ্রেফতার ২ মাদক পাচারকারী
গোপন সূত্রে খবর পেয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল নারকোটিক শাখার গোয়েন্দারা। ধৃত দুই মাদক পাচারকারী, দুর্গারানি মণ্ডল দক্ষিণ ২৪ পরগণার সোনার পুরের বাসিন্দা ও রাধারমণ দাস উত্তর ২৪ পরগণার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে হানা দিয়ে শনিবার দুপুরে কোলে মার্কেটের কাছ থেকে ৩২২ গ্রাম হেরোইন সহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, এরা দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তবে এর সাথে কোনও আন্তর্জাতিক পাচার চক্র জড়িত কিনা তার তদন্ত করছে গোয়েন্দারা।