For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামের ভোটের আগে বড় সিদ্ধান্ত কমিশনের, এবার শুভেন্দুকে ঘিরে রাখবে ১৫ জন মহিলা সিআরপিএফ

নন্দীগ্রামের ভোটের আগে বড় সিদ্ধান্ত কমিশনের, এবার শুভেন্দুকে ঘিরে রাখবে ১৫ জন মহিলা সিআরপিএফ

  • |
Google Oneindia Bengali News

হাইভোল্টেজ ভোট। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী। গত কয়েকদিনে একাধিকবার নন্দীগ্রামে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। যদিও প্রচার শেষলগ্নে এসে এপিসেন্টার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয়। চড়ছে উত্তেজনা। সেদিকে তাকিয়ে সতর্ক নির্বাচন কমিশনও। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যার মধ্যে তাৎপর্যপূর্ণ হল শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো।

শুভেন্দুকে ঘিরে রাখবে ১৫ জন সিআরপিএফ

শুভেন্দুকে ঘিরে রাখবে ১৫ জন সিআরপিএফ

গত কয়েকদিনে লাগাতার নন্দীগ্রামে প্রচার সেরেছেন শুভেন্দু অধিকারী। সেখানে মাটি কামড়ে পড়ে থেকে প্রচার করেছেন। কিন্ত্রু প্রচারে বারবার মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থীকে। কোথাও তাঁর গাড়ি ঘিরে ধরে চলেছে বিক্ষোভ। আবার কোথায় দেখানো হয়েছে কালো পতাকা। তবে বেশিরভাগ জায়গায় মহিলা কর্মীদের ক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে সেই কারণেই কমিশনের তরফে নিরাপত্তা বাড়ানো হল নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। মহিলা বিক্ষোভকারীদের কথা মাথায় রেখেই তাঁর নিরাপত্তায় নিয়োগ করা হল ১৫ জন মহিলা সিআরপিএফ। এতদিন যা নিরাপত্তা পেতেন তা পাবেনই। এবার তাঁর সঙ্গে থাকবে আরও ১৫ জন মহিলা ফোর্স।

‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা পান শুভেন্দু

‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা পান শুভেন্দু

শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআরপিএফরা। মমতার মন্ত্রিসভার তিনটি দফতরের মন্ত্রী থাকাকালীন যে 'জেড প্লাস' ক্যাটেগরির নিরাপত্তা পেতেন শুভেন্দু। কিন্তু দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করার পর থেকেই তা ছেড়ে দেন শুভেন্দু। তবে তাৎপর্যপূর্ণ ভাবেই বিজেপিতে যোগদানের আগেই কেন্দ্রের তরফে তাঁকে 'জেড' ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়। রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর জন্য দেওয়া হয় বুলেট প্রুফ গাড়ি। সর্বক্ষণ তাঁর বাড়ি, তাঁকে ঘিরে রাখে সিআরপিএফ। এবার সেই নিরাপত্তার সঙ্গে থাকবেন মহিলারাও।

ভোটের দিন মমতা-শুভেন্দুর নিরাপত্তা

ভোটের দিন মমতা-শুভেন্দুর নিরাপত্তা

মঙ্গলবার ৪ জেলার ডিএম-এসপি এবং আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। সূত্রের খবর, নন্দীগ্রামের মতো হেভিওয়েট কেন্দ্রে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীরা ভোট চলাকালীন যখন বুথে বুথে ঘুরবেন, তখন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে, নন্দীগ্রামের ক্ষেত্রে বাড়ানো হচ্ছে সেক্টর অফিসারের সংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী যে নিরাপত্তারক্ষী পান, সেই নিরাপত্তা রক্ষীরাই ভোটের দিন তাঁদের সঙ্গে থাকবেন।

 নন্দীগ্রামেই ২০০০-র বেশি আধাসেনা

নন্দীগ্রামেই ২০০০-র বেশি আধাসেনা

নন্দীগ্রামের সব বুথকেই স্পর্শকারত হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুধুমাত্র নন্দীগ্রামেই ২০০০-র বেশি আধাসেনা মোতায়েন করা হচ্ছে। প্রতিবুধে ৮ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। ভোটের আগের দিন থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। এছাড়াও সমস্ত বুথেই থাকবে মাইক্রো অবজার্ভার। ৭৫ শতাংশ বুথে ওয়েব কাস্টের মাধ্যমে নজরদারি চালানো হবে। নন্দীগ্রামে ১ জন করে সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।

হাইভোল্টেজ লড়াই

হাইভোল্টেজ লড়াই

আর মাত্র হাতে গোনা সময়। তারপরেই হাইভোল্টেজ ভোট শুরু হয়ে যাবে বাংলায়। দ্বিতীয় দফায় একুশের ভোটের হটস্পট নন্দীগ্রামে ভোট। এই কেন্দ্রের দিকেই তাকিয়ে আছে বাংলা। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। হেভিওয়েটদের নিয়ে এসে শেষবেলার প্রচারে ঝড় তুলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামের অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় ঘুরে ভোট চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হাইভোল্টেজ নন্দীগ্রাম নিয়ে বিশেষ তৎপরতা নন্দীগ্রামে। সে বিধানসভা কেন্দ্রের আকাশে উড়ছে নির্বাচন কমিশনের হেলিকপ্টার। আকাশপথেই চলছে নজরদারি।

'দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, ভোট শেষ হতে দিন...' গোঘাট থেকে শুভেন্দুর নাম না করে হুঁশিয়ারি মমতার'দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, ভোট শেষ হতে দিন...' গোঘাট থেকে শুভেন্দুর নাম না করে হুঁশিয়ারি মমতার

English summary
nandigram bjp candidate suvendu adhikaris security beefed up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X