For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি তালিকায় যোগ করতে হবে অসমের বাঙালিদের, দাবি নমঃশূদ্র বিকাশ পরিষদের

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার অল ইণ্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের সংগঠনের পক্ষ থেকে এনআরসির বিরুদ্ধে পথে নামলো। তাদের দাবি অসমে এনআরসি থেকে বহু বাঙালি-হিন্দুদের নাম বাদ পড়েছে তাঁদের তালিকাভূক্ত করতে হবে।

এনআরসি তালিকায় যোগ করতে হবে অসমের বাঙালিদের, দাবি নমঃশূদ্র বিকাশ পরিষদের

নমঃশূদ্র বিকাশ পরিষদ ছাড়াও আলিপুরদুয়ার জেলা কমিটির তরফে অসম-বাংলা সীমানার বারবিশায় বিশাল একটি মিছিল করা হয়। এদিন বিকেলে জোড়াই নদীর দশমীঘাট এলাকা থেকে মিছিল করে অসমের দিকে যায় সংগঠনের সদস্যরা। এরপর ভাঙাপাকরি এলাকা হয়ে দশমীঘাটে এসে শেষ হয় মিছিলটি।

মিছিলের পুরোভাগে উপস্থিত ছিলেন অল ইণ্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তথা নমঃশূদ্র উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক যুগলকিশোর সরকার সহ অন্যান্য নেতৃত্বর।

এদিনের ওই মিছিলে শেরপা অ্যাসোসিয়শনের সদস্যরাও যোগ দেয়। অল ইণ্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মুকুলচন্দ্র বৈরাগ্য বলেন, '‌নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, ওপার বাংলা থেকে যারা এসেছে, তারা শরনার্থী। আমরা শরনার্থী নই। আমাদের ভোটার কার্ড, রেশন কার্ড আধার কার্ড আছে। যাদের এদেশে জন্ম তারা শরনার্থী হতে পারে না। নাগরিকত্ব সংশোধনী বিল একটি বিভ্রান্তিকর বিল। এই আইন আমরা মানি না।'‌ এই বিল পাশ হলে দেশে তথা রাজ্যে আগুন জ্বলবে বলে জানান তারা।

English summary
Namosudra Bikash Parisad protest to include Bengali's name in NRC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X