For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য থেকে ৪৬০টি গ্রাম ও ২টি শহর বেমালুম উধাও হয়ে গিয়েছে! জনগণনায় নেমে চক্ষু চড়কগাছ

রাজ্যের ৪৬০টি গ্রাম আর দুটি শহর বেমালুম উধাও হয়ে গেল। জনগণনার প্রস্তুতি পর্বে বিভিন্ন নথি পরীক্ষা করতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায়।

Google Oneindia Bengali News

রাজ্যের ৪৬০টি গ্রাম আর দুটি শহর বেমালুম উধাও হয়ে গেল। জনগণনার প্রস্তুতি পর্বে বিভিন্ন নথি পরীক্ষা করতে গিয়েই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। এই হঠাৎ হারিয়ে যাওয়া গ্রাম ও দুটি শহর সম্পর্কে রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছে ডিরেক্টর অফ সেনসাস ফর তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ।

রাজ্য থেকে উধাও হয়ে গিয়েছে ৪৬০টি গ্রাম ও ২টি শহর

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়। ২০১৬ সালেও ওই গ্রামগুলির অস্তিত্ব ছিল। ২০১৬-র অক্টোবর মাসে টিআরএস সরকার রাজ্যের জেলাগুলির মানচিত্র পরিবর্তন করে। সেইসময়ে ১৪টি নতুন জেলা তৈরি করা হয়। তারই অংশ ছিল ওই ৪৬০টি গ্রাম ও দুটি শহর।

এরপরই কেন্দ্রের তরফে তেলেঙ্গানা সরকারের কাছে জবাবদিহি চেয়ে পাঠানো হয়েছে। কেন এই গ্রাম ও শহর উধাও হয়ে যাওয়া, তা জানতে চেয়েছে কেন্দ্র। তৎকালীন আদিলাবাদ, খাম্মাম, ওয়ারাঙ্গল, করি্মনগর, রঙ্গারেড্ডি, মেহবুবনগর ও মেদাক জেলার অন্তর্গত এই গ্রাম। এর মধ্যে রঙ্গারেড্ডি ও মহবুবনগর জেলায় সবথেকে বেশি গ্রামের হদিশ মিলছে না।

খাতায়-কলমে এই গ্রামগুলির অস্তিত্ব না মিললেও সমানে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পাচ্ছে হারিয়ে যাওয়া গ্রামগুলি। অস্তিত্ব না থেকেও এই গ্রামগুলি রেভিনিউ ভিলেজের মর্যাদা পাচ্ছে, তা নিয়ে উঠে পড়েছে প্রশ্ন। সরকারি আধিকারিকরা জেলার পুনর্গঠন প্রক্রিয়ায় গলদ থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েছে। এখন এই গ্রাম উধাও নিয়েই আলোড়ন তৈরি হয়েছে তেলেঙ্গানায়।

English summary
Names of 460 towns and 2 towns have gone missing in Telangana. Those missing village have been identified by directorate of Census.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X