For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলে গেল সল্টলেক সেন্ট্রাল পার্কের নাম! রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় বার্তা মমতার

বইমেলা এবার থেকে হবে করুণাময়ীতেই! মেলার উদ্বোধনে গিয়ে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সেন্ট্রাল পার্ক উৎসর্গ করলেন বইপ্রেমীদের জন্যেই। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল বইমেলা। অবশেষে আজ

  • |
Google Oneindia Bengali News

বইমেলা এবার থেকে হবে করুণাময়ীতেই! মেলার উদ্বোধনে গিয়ে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সেন্ট্রাল পার্ক উৎসর্গ করলেন বইপ্রেমীদের জন্যেই। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল বইমেলা। অবশেষে আজ সোমবার থেকে শুরু হল কলকাতা বইমেলা। যা চলবে আগামী ১৪ দিন ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই মেলা আজ থেকে শুরু হল।

যুদ্ধ নিয়ে বড় বার্তা মমতার

তবে মেলা কমিটির চাহিদার কথা মান্যতা দিয়েই মুখ্যমন্ত্রীর ঘোষণা, আমরা যখন চাইছেন এখানেই মেলা হবে। শুধু তাই নয়, এবার থেকে 'বইমেলা প্রাঙ্গন' হিসাবেই পার্কটি পরিচিত হবে বলে জানান তিনি। এই ঘোষণাতে খুশি মেলা কমিটি।

অন্যদিকে এদিন বইমেলা থেকেই শান্তির বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিশ্ব শান্তির কথা উঠে আসে তাঁর কথায়। মমতা বলেন, যুদ্ধ কখনই সমাধান নয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যুদ্ধের সমাধান করতে ভারত নেতৃত্ব দিক। আর তা আলোচনার মাধ্যমেই যাতে হয় সে বিষয়টি নজর দেওয়ার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য ইউক্রেনে আটকে রয়েছে এখনও অসংখ্য ভারতীয় পড়ুয়া। এর মধ্যে বাংলার পড়ুয়ারাও রয়েছে। ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে ফেরানো হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে সর্বদল বৈঠক ডাকার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন বিদেশ মন্ত্রকের সচিব। আর এরপরে এবার সরাসরি উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর।

তিনি আরও বলেন, যুদ্ধ কখনও সমাধান হতে পারে না। করোনার সঙ্গে লড়াই করতে করতেই দু'বছর কেটে গিয়েছে। এরপর আবার যুদ্ধ!

প্রসঙ্গত এবার বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ। এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে দুই বাংলার কথা উঠে আসে। বলেন, "দুই দেশে কোনও বিভেদ নেই। তারা একে অপরের চিরসাথী। সীমানা দিয়ে দুই বাংলাকে আলাদা করা যায় না।" একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সকলের শুভকামনাও করেন তিনি।

অন্যদিকে মেলার উদ্বোধনের আগে এদিন ঢুকেই প্রথমেই জাগো বাংলার স্টলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। পুরো স্টল ঘুরে দেখেন। কথা বলেন স্টলের লোকজনদের সঙ্গেও। এরপর পুলিশের স্টলগুলি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Name of central park changed by Mamata Banerjee, she speaks about Russia-Ukraine war
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X