For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের নাম: এক নজরে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিজেপি
কলকাতা, ২৩ মার্চ: বামফ্রন্ট কিংবা তৃণমূল কংগ্রেস একদিনেই রাজ্যের ৪২টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। কিন্তু সেই পথে হাঁটেনি বিজেপি। পশ্চিমবঙ্গে ৪২টি আসনে তারা প্রার্থীদের নাম ঘোষণা করেছে তিন দফায়। প্রথম দফা তথা প্রথম তালিকা ঘোষিত হয় ২৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফা বা দ্বিতীয় তালিকা ঘোষিত হয় ৮ মার্চ এবং তৃতীয় তালিকা ঘোষিত হয়েছে ১৪ মার্চ। ৪২ জনের নামের তালিকায় অভিনেতা, সুরকার, প্রাক্তন আইপিএস, কে নেই! এক নজরে ৪২টি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের নাম এবার দেখে নেওয়া যাক।

এক নজরে প্রার্থীতালিকা

১. কোচবিহার : হেমচন্দ্র বর্মন
২. আলিপুরদুয়ার : বীরেন্দ্র ওরাওঁ
৩. জলপাইগুড়ি : সত্যলাল সরকার
৪. দার্জিলিং : সুরিন্দর সিং আলুওয়ালিয়া
৫. রায়গঞ্জ : নিমু ভৌমিক
৬. বালুরঘাট : বিশ্বপ্রিয় রায়চৌধুরী
৭. মালদহ উত্তর : সুভাষকৃষ্ণ গোস্বামী
৮. মালদহ দক্ষিণ : বিষ্ণুপদ রায়
৯. জঙ্গিপুর : সম্রাট ঘোষ
১০. মুর্শিদাবাদ : সুজিতকুমার ঘোষ
১১. হাওড়া : জর্জ বেকার
১২. উলুবেড়িয়া : আর কে মহান্তি
১৩. শ্রীরামপুর : বাপি লাহিড়ী
১৪. হুগলী : চন্দন মিত্র
১৫. আরামবাগ : মধুসূদন বাগ
১৬. বর্ধমান পূর্ব : সন্তোষ রায়
১৭. বর্ধমান-দুর্গাপুর : দেবশ্রী চৌধুরী
১৮. বোলপুর : কামিনীমোহন সরকার
১৯. বহরমপুর : দেবেশকুমার অধিকারী
২০. কৃষ্ণনগর : সত্যব্রত মুখোপাধ্যায়
২১. রাণাঘাট : সুপ্রভাত বিশ্বাস
২২. বনগাঁ : কে ডি বিশ্বাস
২৩. বারাকপুর : আর কে হান্ডা
২৪. দমদম : তপন শিকদার
২৫. বারাসত : পি সি সরকার জুনিয়র
২৬. বসিরহাট : শমীক ভট্টাচার্য
২৭. জয়নগর : বিপ্লব মণ্ডল
২৮. মথুরাপুর : তপন নস্কর
২৯. ডায়মন্ড হারবার : অভিজিৎ দাশ
৩০. যাদবপুর : স্বরূপপ্রসাদ ঘোষ
৩১. কলকাতা দক্ষিণ : তথাগত রায়
৩২. কলকাতা উত্তর : রাহুল সিংহ
৩৩. তমলুক : বাদশা আলম
৩৪. কাঁথি :কমলেন্দু পাহাড়ী
৩৫. ঘাটাল : মহম্মদ আলম
৩৬. ঝাড়গ্রাম : বিকাশ মুদি
৩৭. মেদিনীপুর : প্রভাকর তিওয়ারি
৩৮. পুরুলিয়া : বিকাশ মুখোপাধ্যায়
৩৯. বাঁকুড়া : সুভাষ সরকার
৪০. বিষ্ণুপুর : জয়ন্ত মণ্ডল
৪১. আসানসোল : বাবুল সুপ্রিয়
৪২. বীরভূম : জয় বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নাম</a><br><a href=পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনে বামফ্রন্ট প্রার্থীদের নাম" title="পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নাম
পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনে বামফ্রন্ট প্রার্থীদের নাম" />পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নাম
পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনে বামফ্রন্ট প্রার্থীদের নাম

English summary
Name of BJP candidates in all 42 seats in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X