তৃণমূল বিধায়ক খুনে উত্তপ্ত এলাকা! ধৃতের বাড়ি থেকে উদ্ধার অস্ত্র
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে মঙ্গলবার উত্তপ্ত হল এলাকা। এদিন সকালে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা পুলিশ হেফাজতে থাকা সুজিত মণ্ডলের বাড়ি তছনছ করে বলে অভিযোগ। বাড়ি থেকে একটি হাঁসুয়া উদ্ধার করেন তাঁরা। এছাড়াও বেশ কিছু সিম কার্ড উদ্ধার করা হয়েছে সুজিতের
বাড়ি থেকে।

বাড়ি উঠোনে ছড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক ছবি। সঙ্গে অন্য নানা কাগজপত্র। সেখানেই উঁকি দিচ্ছে একটি হাঁসুয়া। সঙ্গে বেশ কয়েকটি সিম। বাড়ি ঘিরে রয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীসমর্থকরা। তাঁদের অভিযোগ উঠোনে পুঁতে রাখা হতে পারে আরও অস্ত্র। সেই জায়গা খুঁড়ে দেখার দাবি করেন তাঁরা।
অন্যদিকে মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারীর জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। সে বাংলাদেশ পালিয়ে যেতে পারে বলে অনুমান। তার ছবি, সীমান্তে বিএসএফ-এর ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, খুনে আগে নিজের সব সোশ্যাল সাইট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল অভিজিৎ পুণ্ডারী।