For Quick Alerts
For Daily Alerts
পুলকার দুর্ঘটনা ঠেকাতে জয়েন্ট টা্স্ক ফোর্স গঠন রাজ্যের
পোলবার দুর্ঘটনার পর সতর্ক রাজ্য সরকার। একটা জয়েন্ট টা্স্ক ফোর্স গঠন করা হয়েছে। শিশু সুরক্ষাই যার মূল উদ্দেশ্য। গতকাল পরিবহণ সচিবের কাছে পুলকার সংগঠনের পক্ষ থেকে দাবি পেশ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পরিবহণ সচিব নারায়ণ স্বরূপ নিগম, কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক, রাজ্য পুলিশের আইজি ট্রাফিক, স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক।
সেখানে সিদ্ধান্ত হয়েছে জয়েন্ট টা্স্ক ফোর্স গঠন করার। একমাসের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি পরিবহণ সচিবের কাছে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে পুলকার নিয়ে। এমনটাই খবর নবান্ন সূত্রে।