For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের দামামা ফের বেজে গেল বাংলায়, পুরসভাগুলিতে নির্বাচনী নির্দেশিকা নবান্নের

পুরসভাগুলিকে নবান্নের 'নির্বাচনী' নির্দেশিকা, দ্রুত কাজ শেষ করতে নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

এপ্রিল-মে মাসেই রাজ্য জুড়ে হতে চলেছে পুরসভাগুলির নির্বাচন। এদিনের নির্দেশিকায় তাতেই শিলমোহর। সূত্রের খবর অনুযায়ী, নবান্ন থেকে এদিন পুরসভাগুলির উদ্দেশে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে পুরসভাগুলিতে এলাকায় ৩১ মার্চের মধ্যে উন্নয়নমূলক কাজ শেষ করতে হবে।

পুরসভাগুলিকে নবান্নের নির্বাচনী নির্দেশিকা, দ্রুত কাজ শেষ করতে নির্দেশ

নবান্নের নির্দেশিকা অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে প্রকল্প শেষের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পুরসভাগুলিকে। এছাড়াও নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকল্পের কাজ শেষের ছবিও আপলোড করতে হবে। নবান্ন সূত্রে খবর, গতবছর পুরসভাগুলিতে ৮ হাজার কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। যার মধ্যে ৬ হাজার কোটি টাকা দেওয়া হয়। এই টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হলে বাকি ২ হাজার কোটি টাকা মঞ্জুর করা হবে।

রাজনীতিবিদরা বলছেন, সরকারের এই নির্দেশিকা থেকেই স্পষ্ট, রাজ্যে পুরসভা গুলির নির্বাচন হতে যাচ্ছে এপ্রিল-মে মাসে।

২০২০ সালের এপ্রিল মে মাসের মধ্যে রাজ্যের ৯২ টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে বলে জানা গিয়েছে। এই তালিকায় রয়েছে কলকাতা, শিলিগুড়ি এবং চন্দননগর পুরনিগম। তালিকায় রয়েছে দার্জিলিং-এ ১ টি, জলপাইগুড়ির ২টি, উচ্চর দিনাজপুরের ২ টি, দক্ষিণ দিনাজপুরের ১ টি, মালদার ২ টি, মুর্শিদাবাদের ৬ টি, নদিয়ায় ৯টি, উত্তর ২৪ পরগনায় ২৩ টি, দক্ষিণ ২৪ পরগনায় ৫ টি, হাওড়ায় ১ টি, হুগলিতে ১২টি, পূর্ব মেদিনীপুরে ৩ টি, পশ্চিম মেদিনীপুরে ৬ টি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে যথাক্রমে ৩, ৩, ৪ এবং ৪ টি করে পুরসভা।

আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জের, তিন দশকে সব থেকে কম চিনের জিডিপি বৃদ্ধির হারআমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জের, তিন দশকে সব থেকে কম চিনের জিডিপি বৃদ্ধির হার

English summary
Nabanna orders to the Municiaplities to complete works before 31 March. It is to be said that elections to the municipalities will be held over West Bengal in April May.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X