For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কড়াকড়ির মাত্রা নিয়ে দিঘার জেলা প্রশাসনকে নতুন নির্দেশ নবান্নের, কী জানালেন মুখ্যসচিব

কড়াকড়ির মাত্রা নিয়ে দিঘার জেলা প্রশাসনকে নতুন নির্দেশ নবান্নের, কী জানালেন মুখ্যসচিব

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের থার্ড ওয়েভের আশঙ্কায় একাধিক পর্যটন কেন্দ্রে বিধিনিষেধ কড়া করা হয়েছে। একাধিক পর্যটককে েসকারণে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এতে পর্যটন শিল্পের ব্যপক ক্ষতি হতে পারে। ফের নবান্নের তরফে দিঘা জেলা প্রশনকে নিয়মের কড়াকড়ি শিথিল করতে বলা হয়েছে। নইলে প্রভাব পড়বে পর্যটন শিল্পে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নিয়মের কড়াকড়ি নিয়ে অত্য তথ্য পেশ করেছে।

দিঘায় পর্যটকের ঢল

দিঘায় পর্যটকের ঢল

লকডাউন শিথিল হতেই দিঘা, মন্দিরমনিতে পর্যটকের ঢল নেমেছে। গাড়িতে করে পর্যটকরা আসতে শুরু করেছিলেন সৈকত শহরে। পর্যটনে এক প্রকার জোয়ার এসেছিল গত কয়েকদিনে। হোটেল, গেস্টহাউস ভরতে শুরু করেছিল। দিঘার সৈকতে পর্যটকরা ভিড় করতে শুরু করেছিলেন। কিন্তু পর্যটকদের হঠাৎ ভিড়ে নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়।

কড়াকড়ি দিঘা প্রশাসনে

কড়াকড়ি দিঘা প্রশাসনে

পর্যটকদের ভিড়ে রাশ টানতে দুিদন আগেই দিঘা প্রশাসন করোনা বিধি জারি করে। তাতে বলা হয়েছিল দিঘায় আসতে গেলে পর্যটকদের দুটি ডোজের করোনা টিকা থাকতেই হবে। সেই সার্টিফিকেট নিয়ে আসতে হবে তাঁদের। এবং তার সঙ্গে আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও দিতে হবে। তবেই পর্যটকরা হোটেলে বুকিং পাবেন বলে দিঘা জেলা প্রসাসনের পক্ষ থেকে জানানো হয়। গতকাল তার জেরে একাধিক পর্যটককে ফিরিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

নয়া নির্দেশ নবান্নের

নয়া নির্দেশ নবান্নের

দিঘা প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ির জেরে একাধিক হোটেল বুকিং বাতিল হয়ে যাচ্ছে। কারণ অনেকেরই সেকেন্ড ডোজের করোনা টিকাকরণ হয়নি। আরটিপিসিআর টেস্টের রিপোর্ট আসতেও বেশ সময় লাগছে। যার জেরে অনেকেই হোটেল বুকিং বাতিল করে দিচ্ছে। ফের পর্যটনে ধাক্কা আসতে শুরু করেছে। পর্যটন িশল্পে নতুন করে যাতে ক্ষতি না হয় সেকারণে নবান্নের পক্ষ থেকে দিঘা প্রশাসনকে নয়া নির্দেশ পাঠানো হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন কড়া নিয়ম শিথিল করতে হবে। আরটিপিিসআর টেস্টের পরিবর্তে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর নির্দেশ দিয়েছে নবান্ন।

পর্যটনে কড়াকড়ি

পর্যটনে কড়াকড়ি

শুধু দিঘা নয় বীরভূম, ডুয়ার্সেও বেড়াতে গেলে একাধিক করোনা বিিধ মানতে হচ্ছে পর্যটকদের। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন আগেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে করোনার দুটি ডোজের সার্টিফিকেট এবং আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট হাতে থাকলে তবেই শান্তিনিকেতন এবং তারাপীঠে আসতে পারবেন সকলে। ডুয়ার্সের েক্ষত্রেও একই নিয়ম লাগু করা হয়েেছ।

English summary
N‌abanna instruct Digha administration for relax COVID restrictions as tourism may effect
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X