For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিশা গঙ্গোপাধ্যায়ের আত্মহত্যা রহস্যে নয়া মোড়!

Google Oneindia Bengali News

কলকাতা, ১৩ এপ্রিল : দিশা গঙ্গোপাধ্যায় মৃত্যু রহস্যে নয়া মোড় যা জট খোলার চেয়ে বরং আরও জটিলতা বাড়িয়ে দিল।

<strong>বাংলা টেলি সিরিয়ালের অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু</strong>বাংলা টেলি সিরিয়ালের অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু

দিশার মৃত্যুর পর দিশার ফোন উদ্ধার করে পুলিশ। দিশার ফোন, কললিস্ট খতিয়ে দেখে আত্মহত্যা রহস্যের কিনারা করতে চাইছিল পুলিশ। আর সেই ফোন পরীক্ষা করেই পুলিশ জানতে পেরেছে আত্মহত্যার কয়েক ঘন্টা আগে মোবাইল ফোন থেকে নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৫০,০০০ টাকা নিজেরই একটি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করেছিলেন দিশা। [ আত্মহত্যাই করেছেন দিশা, ময়নাতদন্তের পর ইঙ্গিত পুলিশের]

দিশা গঙ্গোপাধ্যায়ের আত্মহত্যা রহস্যে নয়া মোড়!

যে অ্যাকাউন্টে দিশা এই মোটা টাকা স্থানান্তরিত করেছিলেন সেটি আসলে দিশা ও দিশার বরানগরের বান্ধবীর যৌথ অ্যাকাউন্ট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিনেতা ভিভান ঘোষের সঙ্গে স্থায়ী সম্পর্ক থাকাকালীনই এই অভিনেত্রী বান্ধবীর সঙ্গেও সমকামী সম্পর্ক তৈরি হয় দিশার। [সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মহত্যার পথ বেছে নিলেন দিশা?]

কেন আত্মহত্যা করার কয়েক ঘন্টা আগেই এই টাকাটা 'জয়েন্ট অ্যাকাউন্টে' এনেছিলেন দিশা। পুলিশ জানতে পেরেছে, বুধবার দিন বয়ফ্রেন্ড ভিভানের সঙ্গে কেকআর-এর খেলা দেখে ফেরার পথে গাড়িতেই ফোনে বান্ধবীর সঙ্গে তর্কাতর্কি হয় দিশার। কী নিয়ে তর্কাতর্কি তা অবশ্য জানা যায়নি। কল লিস্ট অনুসারে এই কথপোকথন ৩-৪ মিনিটের বেশি নয়।

দিশার ঘণিষ্ঠ সূত্রের একাংশ মনে করছে তাহলে কী টাকা নিয়েই কোনওরকম মনোমালিন্য হয়েছিল দিশা ও তার বান্ধবীর। নাকি কোনও ঘটনার জন্য দিশাকে টাকার জন্য ব্ল্যাকমেল করছিলেন তার ওই বান্ধবী বা দিশা ও তাঁর বান্ধবীকে অন্যকেউ ব্ল্যাকমেল করছিলেন। সম্পর্কের টানাপোড়েন ছাড়াও কী অন্য কোনও চিন্তা ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল দিশাকে? সে প্রশ্নও উঠতে শুরু করেছে।

এই টাকা নিয়ে ফের দিশার বান্ধবীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে সূত্রের খবর। তবে দিশার মৃত্যুর সংবাদে এতটাই বড় ধাক্কা খেয়েছেন তাঁর বান্ধবী যে এখনও তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি। দিশার মৃত্যুর খবর পাওয়ার পরই তিনিও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। যদিও স্থানীয় লোকজনের মদতে প্রাণে বেঁচে যান তিনি।

English summary
Mystry unsolved, new turn in Disha Ganguly's sucide case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X