For Quick Alerts
For Daily Alerts
কেতুগ্রামে রহস্যজনক বিস্ফোরণ, মধ্য রাতে ধানের গোলার ওপর গিয়ে পড়ল ঘরের দরজা
পূর্ব বর্ধমানের কেতুগ্রামের একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ। বারান্দা গ্রামে গভীর রাতে এই বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে আশপাশের এলাকা। জোরাল বিস্ফোরণে উড়ে গিয়েছে বাড়ির দরজা। জখম হয়েছে প্রৌঢ় গৃহকর্ত্রী। কেতুগ্রাম থানার পাশাপাশি ঘটনাস্থলে তদন্তে যায় ফরেনসিক দল।

কেতুগ্রামে রহস্যজনক বিস্ফোরণ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত বারোটা নাগাদ কেতুগ্রামের বারান্দা গ্রামে পদ্ম মাঝির বাড়িতে বিস্ফোরণটি হয়। কেঁপে ওঠে আশপাশের এলাকা।

বিস্ফোরণে জখম ১
জানা গিয়েছে, বিস্ফোরণে জখম হয়েছেন ৮৯ বছরের গৃহকর্ত্রী। মাথা ও হাতের কিছু অংশ পুড়ে গিয়েছে তাঁর।

বিস্ফোরণের তীব্রতা নিয়ে প্রশ্ন
প্রায় চারফুট দূরে ধানের গোলার ওপর গিয়ে পড়ে ঘরের দরজা। ভোরের আলো ফুটতেই স্থানীয় বাসিন্দা ভিড় জমান বৃদ্ধার বাড়িতে।

তদন্তে ফরেনসিক দল
প্রাথমিক তদন্তে পুলিশ এখনও বিস্ফোরণের উৎস নিয়ে দিশাহীন। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে যায় ফরেনসিক দল।