সংশোধনে বিপত্তি, নতুন ভোটার কার্ডে এল মানুষের বদলে কুকুরের ছবি
ভোটার কার্ডে বাবার নাম ভুল থাকায় সংশোধনে দিয়েই হল বিপত্তি। নতুন ভোটার কার্ডে এল মানুষের বদলে কুকুরের ছবি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধূলিয়ানের রামনগরে।

নিজস্ব ছবির জায়গায় রয়েছে কুকুরের ছবি
সূত্রের খবর, রামনগরের বেওয়া ২ গ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথের বাসিন্দা সুনিল কর্মকার তার বাবার ভোটার কার্ডে কিছু তথ্যগত ভুল থাকায় তা সংশোধনের জন্য আবেদন করেন। কিন্তু নতুন যে ভোটার কার্ডটি এল তাতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির বাবা নাম ঠিক থাকলেও তাঁর ছবির জায়গায় রয়েছে একটি কুকুরের ছবি।

অসঙ্গিতর কথা স্বীকার করেন ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও
এই প্রসঙ্গে ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও বিনয় চন্দ্র রায় বলেন, " ওই ব্যক্তি ৬ই জানুয়ারি সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন। পরে খসড়া ভোটার তালিকায় ভোটারের ছবির জায়গায় কুকুরের ছবি দেখে আমি দ্রুত ভোটারের বাড়ি গিয়ে পাসপোর্ট ছবি নিয়ে আসি এবং তা জমাও করি। তারপরও কেন এই বিপত্তি ঘটল বুঝতে পারছি না। "

ভুল স্বীকার বিডিওর
এদিকে ফারাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তীও এই ঘটনায় ভুল স্বীকার করেছেন। পাশাপাশি ভোটার আইডি কার্ডটি সংশোধনের ব্যপারেও উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। শীঘ্রই সঠিক ছবি সহ তার ভোটার কার্ড দেওয়া হবে আশ্বাসও দিতে দেখা যায় বিডিও রাজর্ষি চক্রবর্তীকে।
শিয়রে রাজ্যসভা নির্বাচন, যোগাযোগ করছে বিজেপি বিধায়করা দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর