For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রায় সাড়ে ৩ মাস পর খুলল মুর্শিদাবাদের হাজারদুয়ারি

প্রায় সাড়ে ৩ মাস পর খুলল মুর্শিদাবাদের হাজারদুয়ারি

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

প্রায় সাড়ে ৩ মাস পর খুলল মুর্শিদাবাদের হাজারদুয়ারি। সোমবার হাজারদুয়ারি খুলতেই উন্মাদনা দেখা গেল স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে।

প্রায় সাড়ে ৩ মাস পর খুলল মুর্শিদাবাদের হাজারদুয়ারি

টানা তিন মাস লকডাউনের জেরে বন্ধ করে দেওয়া হয় ব্রিটিশ আমলে তৈরি বাংলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হল হাজারদুয়ারি। ১৭শ শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবা বাংলা, বিহার ও ওড়িষার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর৷ এখানে রাজত্ব করতেন নবাবরা। এখানকার নবাব হুমায়ুন জা ইউরোপীয় স্থপতি দিয়ে এই প্রাসাদ বানান৷ ভাগীরথী নদীর তীরে অবস্থিত, তিনতলায় বেগম ও নবাবদের থাকার ঘর, দোতলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা এবং একতলায় নানা অফিসঘর ও গাড়ি রাখারও জায়গা ছিল৷ এ পর্যন্ত এরকম ভাবে কোনদিনও বন্ধ হয়নি হাজারদুয়ারি।

এই প্রথম করোনার লকডাউনের জেরে তিন মাসের বেশি বন্ধ রাখতে হয়েছে হাজারদুয়ারি। ফলে বিশালাকার এই প্রাসাদের চারপাশে প্রাসাদকে কেন্দ্র করে জীবন-জীবিকা করে বেঁচে থাকা শতাধিক ব্যবসায়ীর পেটের টান পড়েছিল আর্থিক মন্দায়। এদিন থেকে খুলতেই পর্যটকদের আশায় দোকান খুললেন স্থানীয়রাও।

তবে হাজারদুয়ারির একটি গেট খুললেও গঙ্গার দিকের গেটটি বন্ধ রাখা হয়েছে। আর এই গেট বন্ধের কারণে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কারণ এই গেটেই বেশি পর্যটক সমাগম হয় বলে জানা গিয়েছে।

এক ব্যবসায়ীর জানান, 'গঙ্গার দিকের গেট না খোলায় ২৫০ ব্যবসায়ী চিন্তায় পড়েছেন। সবার বক্তব্য অনলাইনে টিকিট কেটে হাজারদুয়ারিতে প্রবেশ করতে হচ্ছে ঠিকই কিন্তু গঙ্গার ধারের গেটটি খোলা হচ্ছে না ফলে পর্যটকরা সেই রাস্তায় হাঁটছেন না। যার ফলে তাঁরা কেনাকাটা করতে পারছেন না, আমাদেরও বিক্রি হচ্ছে না।'

অন্যদিকে হাজারদুয়ারি কর্তৃপক্ষ জানিয়েছে, এখনই ওই গেট খোলার অনুমতি নেই। তবে পর্যটকদের উপস্থিতি দেখে গঙ্গার দিকের গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বেহাল পরিকাঠামো, প্রতিবাদ করায় কাঁকসায় বেধড়ক মার যুবককেবেহাল পরিকাঠামো, প্রতিবাদ করায় কাঁকসায় বেধড়ক মার যুবককে

English summary
Murshidabad Hazarduari opens after three months of lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X