For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাপস চট্টোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার! পাশেই তৃণমূলের অপর নেতার নাম

প্রভাবশালী তৃণমূল নেতা তথা বিধাননগরের ডেপুটি মেয়রকে খুনের হুমকি দেওয়া পোস্টারকে ঘিরে চাঞ্চল্য বিধাননগর পুর এলাকায়। এদিন সকালে পোস্টারগুলি চোখে পড়ে পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায়।

  • |
Google Oneindia Bengali News

প্রভাবশালী তৃণমূল নেতা তথা বিধাননগরের ডেপুটি মেয়রকে খুনের হুমকি দেওয়া পোস্টারকে ঘিরে চাঞ্চল্য বিধাননগর পুর এলাকায়। এদিন সকালে পোস্টারগুলি চোখে পড়ে পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায়। পোস্টার নজরে আসতেই ডেপুটি মেয়রের ঘনিষ্ঠদের খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় নারায়ণপুর থানাতেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তাপস চট্টোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার! পাশেই তৃণমূলের অপর নেতার নাম

ছাপানো পোস্টারে লেখা কিল তাপস চট্টোপাধ্যায়। অপর একটি পোস্টারে লেখা তাপস চট্টোপাধ্যায় মুর্দাবাদ। তারই নিচে ছাপানো অরিন্দম ঘোষ জিন্দাবাদ। এদিন সকালে ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় পোস্টারগুলি চোখে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোস্টারের উল্লেখ থাকা অরিন্দম ঘোষ হলেন ডিরোজিও কলেজের তৃণমূলের প্রাক্তন ছাত্র নেতা। তিনি বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহনাওয়াজ আলি মণ্ডল ওরফে ডাম্পির অনুগামী বলেও স্থানীয় সূত্রে খবর।

প্রসঙ্গত রাজারহাটের বিধায়ক সব্যসাচী দত্তের এলাকায় দিদিকে বলো-র দায়িত্ব দেওয়া হয়েছে তাপস চট্টোপাধ্যায়কে।

[এনআরসি ১৬০০ কোটি খরচে উঁকি মারছে দুর্নীতি! সিবিআই তদন্তের দাবি তুলল বিজেপিই][এনআরসি ১৬০০ কোটি খরচে উঁকি মারছে দুর্নীতি! সিবিআই তদন্তের দাবি তুলল বিজেপিই]

অগাস্টে একবার ডেপুটি মেয়রের বাড়িতে হামলা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে এদিনের পোস্টারের কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

 [ভয়াবহ মাওবাদী হামলা! বিস্ফোরণে উড়ে গেল ট্যাঙ্কার, মৃত কমপক্ষে ৩] [ভয়াবহ মাওবাদী হামলা! বিস্ফোরণে উড়ে গেল ট্যাঙ্কার, মৃত কমপক্ষে ৩]

English summary
Murder threat poster to Deputy Mayor Tapas Chatterjee in Bidhannagar area. There is another poster named after another TMC leaders name. Police started investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X