For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ক্যাবিনেটের প্রভাবশালী মন্ত্রী হত্যার ষড়যন্ত্র করেছেন! ব্যবসায়ীর অভিযোগ ঘিরে তোলপাড়

রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ। এই অভিযোগ তুলেছেন, এক ব্যবসায়ী। তিনি সমাজসেবীও বটে। রাজ্যের ওই মন্ত্রীর নাম মলয় ঘটক। তিনি রাজ্যের আইনমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ। এই অভিযোগ তুলেছেন, এক ব্যবসায়ী। তিনি সমাজসেবীও বটে। রাজ্যের ওই মন্ত্রীর নাম মলয় ঘটক। তিনি রাজ্যের আইনমন্ত্রী। যদিও এসম্পর্কে মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 মন্ত্রীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ

মন্ত্রীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ

আসানসোলে সাংবাদিক সম্মেলন করে এলাকায় নাম করা ব্যবসায়ী তথা সমাজসেবী কৃষ্ণপ্রসাদের অভিযোগ, তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তাঁকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষ্ণপ্রসাদ। ওই ব্যবসায়ী বলছেন, তাঁর সমাজকল্যাণমূলক কাজ নাকি মলয় ঘটকের রাজনৈতিক পথে বাধার কারণ।

মন্ত্রীর ঘনিষ্ঠের বিরুদ্ধে থানায় অভিযোগ

মন্ত্রীর ঘনিষ্ঠের বিরুদ্ধে থানায় অভিযোগ

কৃষ্ণপ্রসাদ শুধু মন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ করেননি, মন্ত্রীর ঘনিষ্ঠ এলাকার পরিচিত তৃণমূল নেতা উৎপল সিনহার বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগও দায়ের করেছেন। মন্ত্রীর ঘনিষ্ঠ ওই নেতা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

কাজে বাধার অভিযোগ

কাজে বাধার অভিযোগ

ব্যবসায়ী তথা সমাজসেবী কৃষ্ণপ্রসাদ আসানসোল উত্তর কেন্দ্রে নিজের পৈতৃক জমিতে একটি সমাজসেবামূলক ক্লাব তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু তা তৈরি করতে এলাকার বিধায়ক মলয় ঘটক বাধা দিচ্ছেন বলে অভিযোগ। গরিব বাচ্চা ছাড়াও উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের সাহায্য করার ভাবনা রয়েছে ওই ক্লাবের মাধ্যমে।

পিছনে কি মন্ত্রী, মেয়রের দ্বন্দ্ব

পিছনে কি মন্ত্রী, মেয়রের দ্বন্দ্ব

এর পিছনে কি মন্ত্রীর সঙ্গে আসানসোলের মেয়রের দ্বন্দ্ব, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেননা কৃষ্ণপ্রসাদ বলছেন, তিনি আসানসোলের মেয়রকে সঙ্গে নিয়ে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করছেন। তাঁর অভিযোগ, তাঁকে বলা হচ্ছে এই ধরনের কাজ করা যাবে না। তাঁর প্রশ্ন, মন্ত্রীর হুমকিতে কি কাজ বন্ধ করে দেওয়া যায়।

বিপর্যয়ের সময় অভিষেক কি লন্ডনে ছিলেন! প্রধানমন্ত্রীর রেশন লুট করেছে, যুব তৃণমূলকে নিশানা দিলীপের বিপর্যয়ের সময় অভিষেক কি লন্ডনে ছিলেন! প্রধানমন্ত্রীর রেশন লুট করেছে, যুব তৃণমূলকে নিশানা দিলীপের

English summary
Murder conspiracy charges against influential member Moloy Ghatak of Mamata's cabinet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X