For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের বাদ্যি বেজে গেল বাংলায়, রাজ্যে পুরসভা ও পুরনিগম ভোটের সম্ভাব্য নির্ঘণ্ট একনজরে

ভোটের বাদ্যি বেজে গেল বাংলায়, পুরসভা ও পুরনিগম ভোটের সম্ভাব্য নির্ঘণ্ট একনজরে

  • |
Google Oneindia Bengali News

বেজে গেল ভোটের দামামা। রাজ্য পুরভোট হচ্ছে ২০২০-র এপ্রিলেই। এপ্রিল মাসে পুরনিগম ও পুরসভা ভোটের সম্ভাব্য তারিখের প্রস্তাব নির্বাচন কমিশনকে জানিয়ে দিল রাজ্য। এখন সবুজ সংকেত মিললেই ওই নির্ধারিত দিনে ভোট হবে পুরসভার। রাজ্য সরকারের প্রস্তাবে স্পষ্ট কলকাতা-সহ ১১২টি পুরসভার ভোট এপ্রিল মাসেই হচ্ছে।

এপ্রিলেই ভোট, সম্ভাব্য তারিখ

এপ্রিলেই ভোট, সম্ভাব্য তারিখ

রাজ্য সরকারও চাইছিল পুরসভা ভোটের আগে কলকাতা-সহ চারটি পুরনিগমের ভোট আগে করে নিতে। রাজ্য এই মর্মে নির্বাচন কমিশনেরচিঠির অপেক্ষায় রয়েছে। রাজ্য চাইছে জানিয়েছে কলকাতা-সহ চারটি পুরনিগমের ভোট একসঙ্গে হবে। ওই ভোটের সম্ভাব্য দিন ১২ এপ্রিল। বাকি ১০৮টি পুরসভা ভোট হবে এপ্রিল মাসের শেষের দিকে। আপাতত ২৬ ও ২৭ এপ্রিল দুই দফায় বাকি পুরসভা ভোটের কখা ভাবা হচ্ছে।

রাজ্যের সিলমোহররে অপেক্ষা

রাজ্যের সিলমোহররে অপেক্ষা

সেরকম হলে তিন দফায় রাজ্যের পুরসভাভোট হবে। এবং তা হবে এপ্রিলেই। ১২ এপ্রিল কলকাতা, হাওড়া, শিলিগুড়ি ও আসানসোল পুরনিগমের ভোট হবে। আর বাকি পুরসভাগুলি ভোট হবে ২৬ বা ২৭ এপ্রিল। রাজ্য সরকার এই সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে। তবে রাজ্য এখন চূড়ান্ত করেনি এই প্রস্তাব।

বাংলার নতুন বছরে ভোট!

বাংলার নতুন বছরে ভোট!

রাজ্য এখন ভেবে দেখছে বোর্ডের পরীক্ষার কথা। কেননা মার্চ মাস পর্যন্ত চলবে পরীক্ষা। তারপর ১৪ এপ্রিল বাংলা নববর্ষ। তাই ১২ এপ্রিল তারিখটা নিয়ে রাজ্য একটু ভাবনা-চিন্তা করছে। রাজ্যের ভাবনায় রয়েছে বাংলার নতুন বছরে ভোটের বিষয়টিও। তারপর ২৪ এপ্রিল থেকে রমজান মাস শুরু। সেটাও ভাবছে রাজ্য সরকার।

দিন পরিবর্তন হলে, কী হতে পারে

দিন পরিবর্তন হলে, কী হতে পারে

তেমন হলে দিন পরিবর্তন করে ১৪ থেকে ২৪-এর মধ্যে কোনও তারিখ বেছে নেওয়া হতে পারে। তৃণমূল সরকারের আরও একটি ভাবনা রয়েছে। তা হল বারাকপুর শিল্পাঞ্চলের পুরসভাগুলিকে পুরনিগমের আওতায় আনা। তা হলে সেই পুরনিগমের ভোটও একসঙ্গে হতে পারে। যদিও সবটাই এখনও ভাবনা। চূড়ান্ত ঘোষণা করবে রাজ্য সরকার।

 সন্ত্রাস ঘিরে পাকিস্তানের ভাগ্য নির্ভর করছে ১২,৩৯,৩,২৭ এই সংখ্যাগুলো! নেপথ্যে কোন ঘটনা সন্ত্রাস ঘিরে পাকিস্তানের ভাগ্য নির্ভর করছে ১২,৩৯,৩,২৭ এই সংখ্যাগুলো! নেপথ্যে কোন ঘটনা

English summary
Municipal Elections in West Bengal can be held on April 2020. Election Commission gives letter to state government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X