For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Municipal election Result 2022: বঙ্গে সবুজ ঝড়ের মাঝেই ত্রিশঙ্কু চার পুরসভা

Municipal election Result 2022: বঙ্গে সবুজ ঝড়ের মাঝেই ত্রিশঙ্কু চার পুরসভা

Google Oneindia Bengali News

১০৭টি পুরসভার মধ্যে ১০২টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। একটি পেয়েছে বামেরা। আর চারটি পুরসভা ত্রিশঙ্কু হয়েছে। অর্থাৎ এই পাঁচটি বেশ কাঁটা হয়ে রয়ে গেল তৃণমূল শিবিরের। পুরুলিয়ার ঝালদা, হুগলির চাঁপদানি, মুর্শিদাবাদের বেলডাঙা আর পূর্ব মেদিনীপুরের এগরা। এই চারটি পুরসভা কেন্দ্রে ত্রিশঙ্কু ফল হয়েছে। এই চারটিতেই একক ভাবে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠন করতে পারবে না শাসক দল।

ত্রিশঙ্কু চার পুরসভা

ত্রিশঙ্কু চার পুরসভা

বিপুল ভোটে প্রায় সব পুরসভাতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ১০৭টি পুরসভার মধ্যে ১০২টি পুরসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। অর্থাৎ এই কয়েকটি কেন্দ্রে বোর্ড গড়ার মত সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে সবুজ ব্রিগেড। কিন্তু চার পুরসভা কেন্দ্রে জয় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি তারা। কংগ্রেসের এবং বিজেপির সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে। কানায় কানায় ভোট পেয়েছে এই কটি দল। সেকারণে একক ভাবে সরকার গঠন করতে পারবে না কোনও দলই।

ঝালদা এবং এগরাতে ত্রিশঙ্কু কেন

ঝালদা এবং এগরাতে ত্রিশঙ্কু কেন

পুরুলিয়ার ঝালদা এবং পূর্বমেদিনীপুরের এগরাতে ত্রিশঙ্কু ফলাফল হয়েছে। পুরুলিয়ায় বিধানসভা ভোটে বিজেপির ফল খারাপের দিকে গিয়েছিল। তার প্রতিফলন ঘটেছে পুরসভা ভোটে। ঝালদার ১২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুই রাজনৈতিক দলই ৫টি করে ওয়ার্ড পেয়েছে। আর দুটি ওয়ার্ডে জিতেছে নির্দল প্রার্থীরা। কাজেই একক ভাবে সংখ্যা গরিষ্ঠতা পায়নি তৃণমূল কংগ্রেস। এদিকে আবার পুরসভোটের ফল প্রকাশের পরেইএক নির্দল প্রার্থী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এগরাতেও ত্রিশঙ্কু হয়েছে ফলাফল। পূর্ব মেদিনীপুরের এগরাতে ১৪টি ওয়ার্ডের মধ্যে ৭িট ওয়ার্ড পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছে ৫টি ওয়ার্ডে আর কংগ্রেস এবং নির্দল জিতেছে ১টি করে ওয়ার্ডে।

চঁাপদানি ও বেলডাঙাতেও ত্রিশঙ্কু ফলাফল

চঁাপদানি ও বেলডাঙাতেও ত্রিশঙ্কু ফলাফল

এদিকে চাঁপদানি এবং বেলডাঙাতেও ত্রিশঙ্কু ফলাফল হয়েছে। চাঁপদানিেত ২২টি ওয়ার্ডের মধ্যে ১১টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। নির্দল জিতেছে ১০টি আসনে আর কংগ্রেস জিতেছে ১টি আসনে। বিজেপি একটি ভোটও পায়নি এই পুরসভায়। অন্যদিকে মুর্শিদাবাদের বেলডাঙার ১৩টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে ৭টি ওয়ার্ডে। বিজেপি জিতেছে ৪টি ওয়ার্ডে আর নির্দল প্রার্থীরা জিতেছে ৪টি ওয়ার্ডে। সেকারণে একক ভাবে বোর্ড গঠন করতে পারবে না তৃণমূল কংগ্রেস।

২৯টি বিরোধী শূন্য

২৯টি বিরোধী শূন্য

রাজ্যের পুরসভা ভোটে সবুজ ঝড় বইলেও নির্দল আর সিপিএমের ভোট ভাবিয়ে তুলেছে শাসক দলকে। কারণ একাধিক পুরসভায় নির্দলরা বেশ ভাল ভোট পেয়েছে। অন্যদিকে সিপিএমও বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছে। কাজেই সিপিএম বিধানসভা ভোটে একটি আসন না পেলেও পুরসভা ভোটে বেশ ভাল করেই নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে। আলিমুদ্দিনে এটা অবশ্যই একটা আসার খবর। তবে এবারের ভোটে বেশ কিছু অঘটনও ঘটেছে। কাঁথি অধিকারীদের হাতছাড়া হয়েছে। বহরমপুর কংগ্রেসের হাতছাড়া হয়েছে। সকলকে চমকে গিয়ে তাহেরপুর বোর্ড গঠন করতে চলেছে বামেরা।

বিরোধী শূন্য গড়ে জয়জয়কার তৃণমূলের! এরপরেও নিশ্চুপ রইল অভিষেকের টুইটারবিরোধী শূন্য গড়ে জয়জয়কার তৃণমূলের! এরপরেও নিশ্চুপ রইল অভিষেকের টুইটার

English summary
Municipal election Result 2022 update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X