For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মায়ের ডাকে' তারাপীঠে পুজো দিয়ে 'পদ্মের' কুঁড়ি নিয়ে কটাক্ষ! ভোটে জেতার 'নতুন' উপায় অনুব্রত মণ্ডলের

'মায়ের ডাকে' তারাপীঠে পুজো দিয়ে 'পদ্মের' কুঁড়ি নিয়ে কটাক্ষ! ভোটের 'নতুন' উপায় অনুব্রত মণ্ডলের

  • |
Google Oneindia Bengali News

পুর নির্বাচনে (Municipal Election) বিজেপিকে (BJP) কোনও প্রতিদ্বন্দ্বী বলেই মনে করছেন না বীরভূম (Birbhum) জেলা তৃণমূল (Trinamool Congress) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিন তিনি গিয়েছিলেন তারাপীঠে (Tarapith)। সেখানে তিনি বলেন, কুঁড়িই থাকবে, সেখানে থেকে ফুল ফুটবে না।

মা ডেকেছে, তাই এসেছি

মা ডেকেছে, তাই এসেছি

তারাপীঠে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, মা ডেকেছে, তাই এসেছি। মা না ডাকলে আসি না। মাঝে মধ্যেই অনুব্রত মণ্ডলকে তারাপীঠ কিংবা নলাটেশ্বরী মন্দিরে পুজো দিতে দেখা যায়। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপ নির্বাচনের আগে ২৩ সেপ্টেম্বর অনুব্রত মণ্ডলকে দেখা গিয়েছিল তারাপীঠে। সেখানে তিনি পুজো দেওয়া ছাড়াও যজ্ঞ করেছিলেন। সেই সময় অনুব্রত মণ্ডল বলেছিলেন, এটা তার প্রতিবছরের অভ্যেস।

 কুঁড়িই থাকবে, ফুল ফুটবে না

কুঁড়িই থাকবে, ফুল ফুটবে না

পুর নির্বাচনে বিজেপির সম্ভাব্য ফল সম্পর্কে অনুব্রত মণ্ডল বলেন, কুঁড়ি থাকবে, ফুল ফুটবে না, পাপড়িও বের হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কামনা করে পুজো দেন অনুব্রত মণ্ডল। নিজের মেয়েরও মঙ্গল কামনা করেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন, স্থানীয় বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুরের বিধায়ক কথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও তাঁর সঙ্গে ছিলেন বীরভূমের বেশ কয়েকজন বিধায়কও।

 ভোট নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী

ভোট নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী

রাজ্যের ভোট নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। পুজোর আগে তিনি যখন তারাপীঠে গিয়েছিলেন, সেই সময় দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একলক্ষ ভোটে জয়ী হবেন ভবানীপুর থেকে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে তিনি যখন কঙ্কালীতলায় গিয়েছিলেন, তখন বলেছিলেন ২২০ থেকে ২৩০ টি আসন পাবে তৃণমূল। প্রসঙ্গত তার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তৃণমূল কংগ্রেস।

তাস খেলতে খেলতে নির্বাচন

তাস খেলতে খেলতে নির্বাচন

পুরসভা নির্বাচন নিয়ে অনুব্রত মণ্ডল বলেন, এটা নির্বাচন নয়। তাস খেলতে খেলতে নির্বাচন হয়ে যাবে। মনোনয়ন জমা প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের সবাই মনোনয়ন জমা করবেন। আর দলের কেউ যদি বিরোধিতা করে, তাহলে, তাদের পিঠে হাত বুলিয়ে দেওয়া হবে। অন্যদিকে বিরোধীদের মনোনয়ন জমা প্রসঙ্গে তিনি বলেন, সেটা ওরাই বলতে পারবে। বিরোধীরা প্রার্থী না পেলে, তার কিছুই করার নেই। তিনি অন্যদলের প্রার্থী ঠেকা নেননি বলেও জানান। এর আগে বিভিন্ন সময় ভোটে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছি গুড়-বাতাসার কথা। আবার তাঁর মুখে উঠে এসেছিল চরাম চরাম ডাক বাজানোর কথাও। এবার সেই জায়গায় উঠে এল তাস খেলার ছলে ভোটের কথা।

English summary
Municipal Election in Birbhum will be as playing cards, says TMC's Anubrata Mondal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X