For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Municipal Election 2022: শান্তিপুরে তৃণমূল প্রার্থীকে মার সিপিএম-এর, কৃষ্ণনগরে বহিরাগতকে খেদাল কংগ্রেস

Municipal Election 2022: শান্তিপুরে তৃণমূল প্রার্থীকে মার সিপিএম-এর, কৃষ্ণনগরে বহিরাগতকে খেদাল কংগ্রেস

  • |
Google Oneindia Bengali News

রাজ্য জুড়ে যখন পুরসভা নির্বাচনে (municipal election) তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠছে, সেই জায়গায় শান্তিপুরে (shantipur) খোদ তৃণমূল (trinamool congress) প্রার্থী কাঁদলেন। অভিযুক্ত সিপিএম (cpim)। আর কৃষ্ণনগরে (krishnanagar) পাশের পঞ্চায়েত এলাকা থেকে আনা বহিরাগতকে মারধর করল কংগ্রেসের (congress) কর্মী সমর্থকরা। তাঁকে পরে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

 তৃণমূল প্রার্থীকে মারধরে অভিযুক্ত সিপিএম

তৃণমূল প্রার্থীকে মারধরে অভিযুক্ত সিপিএম

বিধানসভার উপনির্বাচনে এলাকায় শক্তি বৃদ্ধি করেছিল সিপিএম। তা তৃণমূলের তুলনায় কম হলেও, খানিকটা বলিয়ান হয়েই এবার যেন পাল্টা জবাব দেওয়ার পালা। এদিন শান্তিপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্নিগ্ধা মুখোপাধ্যায়কে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এব্যাপারে অভিযুক্ত সিপিআইএম। তৃণমূল প্রার্থীর অভিযোগ তাঁকে সকাল থেকেই হুমকি দিচ্ছিল সিপিএম। যার প্রতিবার করতে গেলে মাটিতে ফেলে জুতো দিয়ে মারা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বাম প্রার্থী মৌমিতা মাহাত দাস। তাঁর অভিযোগ তৃণমূল প্রার্থী বহিরাগতদের এনে ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় হাতেনাতে ধরা পড় একজনকে ছাড়া আসা তৃণমূল প্রার্থী ধাক্কায় পড়ে যান। যার জেরে এলাকায় জমায়েত তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়।

শান্তিপুরেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

যদিও শান্তিপুরেও তৃণমূলের বিরুদ্ধে রিগিং এবং বুথ দখলের অভিযোগ উঠেছে। ১ নম্বর ওয়ার্ডের ৫৯ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী।

কৃষ্ণনগরে তৃণমূল কর্মীকে মারধর

কৃষ্ণনগরে তৃণমূল কর্মীকে মারধর

কৃষ্ণনগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে টোটোয় থাকা এক তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেন স্থানীয়রা। টোটোটিও ভেঙে দেওয়া হয়। হাসপাতালে বেডে শুয়ে ওই যুব বলেছেন, আকেব শেখ নামে এক তৃণমূল নেতা ঝামেলা যাতে না হয়, তা দেখার জন্য নিয়ে গিয়েছিল। তাঁকে পুলিশ হাসপাতালে ভর্তি করে বলে জানিয়েছেন ওই যুবক।

দুয়ারে প্রহার

দুয়ারে প্রহার

এদিন কোচবিহার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ভোট দিতে বেরিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী অভিযোগ করেছেন দুয়ারে প্রহার চলেছে। প্রসঙ্গত এদিন ভোট শুরুর পর থেকেই দেখা গিয়েছে উত্তর জলপাইগুড়ি হোক কিংবা দক্ষিণে জয়নগর, সর্বত্রই তৃণমূলের বিরুদ্ধে বুথ দখল এবং ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ যেসব জায়গায় ছবি সংবাদ মাধ্যমের সৌজন্যে সামনে এসেছে তাই রাজ্যবাসী প্রত্যক্ষ করছেন। অনেক জায়গায় সকাল থেকে বুথ দখল হয়ে গিয়েছে। পাল্টা তৃণমূলের নেতৃত্বের দাবি, অধিকাংশ জায়গাতেই শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। বিরোধীরা হেরে যাওয়ার ভয়েই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে।

English summary
CPIM and Cong protested in Shantipur and Krishnanagar against TMC in Municipal Elecrion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X