For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে না বিজেপিতে- কার সঙ্গে চলবেন মুকুল-পুত্র, স্পষ্ট করলেন প্রকাশ্য সভায়

মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পর ধর্মতলায় তৃণমূলের পাল্টা সভায় শুভ্রাংশুর অনুপস্থিতি নিয়েই জল্পনার সূত্রপাত। প্রায় এক মাস পরে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তিনি বললেন- ‘আমি তৃণমূলেরই’

Google Oneindia Bengali News

আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেই মানুষের সেবা করে যাবেন শুভ্রাংশু। মুকুল রায়ের বিজেপিতে নাম লেখানোর এক মাস পরে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে এ কথা ঘোষণা করলেন তিনি। শুক্রবার উত্তর ২৪ পরগনার হালিশহরের এক জনসভায় দাঁড়িয়ে বীজপুরের বিধায়ক মুকুল-পুত্র শুভ্রাংশু রায় জানান, 'যতদিন বাঁচব ততদিন আমি তৃণমূল কংগ্রেসের হয়েই মানুষের সেবা করে যাব।'

আজীবন মমতার পাশে ‘লক্ষ্মণ’ হয়ে থাকবেন শুভ্রাংশু

এমনকী তিনি সাফ জানালেন, তৃণমূল কংগ্রেস থেকে যদি তাঁকে টিকিট না দেওয়া হয়, তবে তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়েই মানুষের সেবায় নিয়োজিত করবেন তাঁর জীবন। এ প্রসঙ্গে তিনি রামায়ণের দৃষ্টান্তও তুলে ধরেন। তিনি বলেন, 'রামায়ণের লক্ষ্মণের মতো আমি আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব।'

উল্লেখ্য, মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পর ধর্মতলায় তৃণমূলের পাল্টা সভায় শুভ্রাংশুর অনুপস্থিতি নিয়েই জল্পনার সূত্রপাত। তিনি বাবার পদাঙ্ক অনুসরণ করে বিজেপিতে যেতে চাইছেন বলেই অনুপস্থিত ছিলেন বলে জোর চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। এরপর থেকে তৃণমূলে একপ্রকার একঘরে তিনি।

আজীবন মমতার পাশে ‘লক্ষ্মণ’ হয়ে থাকবেন শুভ্রাংশু

মাঝে তিনি বিধানসভায় এসে তৃণমূল নেতাদের আচরণে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ করেন, 'যাঁরা এতদিন বাবার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নানা কথা বলে উসকানি দিত, তাঁরাই এখন আমার হয়ে দলে নানা রটনা করছে।' তিনি তখনও বলেন, তৃণমূলের সৈনিক হিসেবে আজীবন কাজ করে যেতে চান।

প্রায় এক মাস পর তিনি প্রকা্শ্য জনসভায় দাঁড়িয়ে সেই কথারই প্রতিধ্বনি করলেন। বললেন, 'বর্তমানে রাজ্য রাজনীতিতে তাঁকে নিয়ে চর্চা চলছে। তবে আমি মনে করি রাজনীতি ও জনসেবার মধ্যে বিশেষ একটা পার্থক্য রয়েছে। জনসেবা করতে গেলে রাজনীতি করার দরকার হয় না। আমার রক্তে জনসেবা রয়েছে। তাই আজীবন জনসেবা করে যাব। পদ না থাকলেও তৃণমূলের সৈনিক হিসেবেই মানুষের পাশে থাকব।'

এরপরই তিনি ব্যাখ্যা করেন, 'আমি যা পড়াশোনা করেছি, তা একটা বড় চাকরি পাওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু আমি চাকরি করতে চাইনি। আমি চেয়েছিলাম মানুষের পাশে থেকে সেবা করতে। জনসেবা করার জন্যই জীবন উৎসর্গ করেছি। আজীবন জনসেবা করেই যাব। যাঁকে আদর্শ মেনেছি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়েই কাজ করে যাব।'

English summary
Shubhrangshu Roy, son of Mukul Roy announces that he will serve the people with Mamata Banerjee forever.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X