For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায় ‘তালিকা’ তৈরি করছেন তৃণমূল বিধায়কদের! একুশের আগে কারা আছেন লাইনে

মুকুল ‘তালিকা’ তৈরি করছেন তৃণমূল বিধায়কদের! একুশের আগে কারা আছেন লাইনে

Google Oneindia Bengali News

মুকুল রায় বিজেপিতে যোগদানের পর তৃণমূল কংগ্রেস তাঁকে সেভাবে গুরুত্ব দিতে চায়নি। কিন্তু মুকুল রায় ২০১৯ নির্বাচনে প্রমাণ দিয়েছেন, তিনি কত বড় ঘাতক হতে পারেন তৃণমূলের পক্ষে। এবার ২০২১-এর আগে দলে গুরুত্ব বাড়িয়ে তিনি ফের তৃণমূলের রাতের ঘুম কেড়ে নিলেন। মুকুল রায় বিজেপির সর্বভারতীয়সহ সভাপতি হওয়ার পর তৃণমূলের বিদ্রোহী নেতারা ফের নড়চড়ে বসতে শুরু করলেন।

তৃণমূল ভাঙিয়ে বিজেপি গড়ার কারিগর মুকুল

তৃণমূল ভাঙিয়ে বিজেপি গড়ার কারিগর মুকুল

২০১৯-এর নির্বাচনের আগে থেকেই তৃণমূলে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন মুকুল রায়। তিনি তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের ভাঙিয়ে এনেছিলেন বিজেপিতে। এবং বিজেপিতে তাঁদের সাংসদ পদপ্রার্থী করিয়েছিলেন। বেশিরভাগই আজ সাংসদ, অনেকে সাংসদ পদপ্রার্থী হিসেবে হেরেছেন একটুর জন্য। আর ২০১৯-এর নির্বাচনের পরও সেই যোগদানের পালা অব্যাহত ছিল।

তৃণমূলের রাতের ঘুম চলে যাওয়ার জোগাড়

তৃণমূলের রাতের ঘুম চলে যাওয়ার জোগাড়

তারপর প্রশান্ত কিশোরকে এনে তৃণমূল ভাঙন রুখতে সমর্থ হয় এবং মুকুল রায় কোনও অজানা কারণে নিজেকে একটু গুটিয়ে নেন। বিজেপিতে সর্বভারতীয় সহসভাপতি হওয়ার আগে পর্যন্ত তিনি নিস্ক্রিয়ই ছিলেন। তবে দলে গুরুত্বের পদ পাওয়ার পর তিনি ফের সক্রিয় হচ্ছেন। তাতেই তৃণমূলের রাতের ঘুম চলে যাওয়ার জোগাড় হয়েছে।

বিজেপিতে মুকুলের গুরুত্ব বাড়তেই বেসুরো তৃণমূল বিধায়করা

বিজেপিতে মুকুলের গুরুত্ব বাড়তেই বেসুরো তৃণমূল বিধায়করা

মুকুল রায় বিজেপিতে গুরুত্ব বাড়িয়ে নেওয়ার পর থেকেই দেখা যাচ্ছে তৃণমূলের অনেক বিধায়ক বেসুরো গাইতে শুরু করেছেন। মুকুল রায়ের কাছে লম্বা তালিকা তো রয়েছেই। এখন আবার মুকুল রায় নতুন এক তালিকা তৈরি করছেন নিশ্চয়। যাঁরা তৃণমূলে ইতিমধ্যে বিদ্রোহ শুরু করে দিয়েছেন, তাঁদের নিয়ে একটা তালিকা তৈরি রাখছেন মুকুল রায়।

বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূল বিধায়করা, জল্পনা

বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূল বিধায়করা, জল্পনা

মুকুল রায় সর্বভারতীয় সহসভাপতি মনোনীত হওয়ার পরই জলপ্না তৈরি হয়, ৪ অক্টোবর দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন বেশ কয়েকজন বিধায়ক। যদিও সেই পরিকল্পনা সফল হয়নি। কেউই যোগ দেননি বিজেপিতে। তৃণমূলের কোনও লোকসান হয়নি। তবে চর্চা থামেনি এই বিজেপিতে যোগদান বা তৃণমূলে ভাঙন নিয়ে।

তৃণমূলের যে সমস্ত বিধায়করা বেসুরো গাইছেন, তালিকা

তৃণমূলের যে সমস্ত বিধায়করা বেসুরো গাইছেন, তালিকা

এরই মধ্যে তৃণমূলে বেসুরা গাইতে চলেছেন মুকুল-ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক হিসেবে পরিচিত শীলভদ্র দত্ত, কোচবিহারের মিহির গোস্বামী, হুগলির প্রবীর ঘোষাল। তারপর মালদহে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে নীহাররঞ্জন ঘোষের বিজেপি যোগ আগেই পাওয়া গিয়েছিল। এছাড়া শুভেন্দু অধিকারীকে নিয়ে দীর্ঘদিন ধরে্ জল্পনা চলছে। অনুব্রত-গড়, জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের অনেকেও তৃণমূলে অসন্তুষ্ট রয়েছেন।

নয়া যোগদানে শক্তি বাড়ানোর পাল্লা ভারী তৃণমূলেরই

নয়া যোগদানে শক্তি বাড়ানোর পাল্লা ভারী তৃণমূলেরই

তবে তৃণমূলও খালি হাতে বসে নেই। মুকুল রায় তৃণমূলকে ভাঙতে শুরু করার পর ফের সেই শূন্যস্থান পূরণ করে ফেলেছে তৃণমূল। প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়ার পর তৃণমূলে ঘরওয়াপসি শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানের পর তা আরও বেড়েছে। বিজেপির অন্যান্য নেতারাও তৃণমূলে এসেছেন। করোনা পরিস্থিতিতে যোগদানে শক্তি বাড়ানোর পাল্লা ভারী তৃণমূলেরই।

মমতা-পিকের পরিকল্পনাকে ভেস্তে দিতে মুকুলের প্ল্যান

মমতা-পিকের পরিকল্পনাকে ভেস্তে দিতে মুকুলের প্ল্যান

এই অবস্থায় বিজেপি চাইছে মুকুল রায়কে দিয়ে তৃণমূলকে বড় কোনও ঝটকা দিতে। হেভিওয়েট কাউকে বিজেপিতে যোগদান করিয়ে ফের শিরোনামে আসার চেষ্টা করছে বিজেপি। সেই কারণে মুকুল রায়কে সামনে রেখে বিজেপি সেই অভিযান চালানোর চেষ্টা করছে। মুকুল রায়ও চাইছেন দলে গুরুত্ব পাওয়ার পর তৃণমূলের ভোট কৌশলকে জবরদস্ত ধাক্কা দিতে।

মুকুলই ফ্যাক্টর দিলীপ নয়! একুশের আগে কৈলাশের সঙ্গে সহমত বাংলার বিজেপি সাংসদমুকুলই ফ্যাক্টর দিলীপ নয়! একুশের আগে কৈলাশের সঙ্গে সহমত বাংলার বিজেপি সাংসদ

{quiz_384}

English summary
Mukul Roy writes a list of TMC rebels MLAs before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X