For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় আইনি লড়াইয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ মুকুলের, স্পিকারকে লিখলেন জরুরি চিঠি

বিধানসভায় আইনি লড়াইয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ মুকুলের, স্পিকারকে লিখলেন জরুরি চিঠি

Google Oneindia Bengali News

একুশের নির্বাচনে বিজেপির টিকিটে জেতার পর এক মাস যেতে না যেতেই তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। তারপর তাঁকেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। এদিকে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের জন্য বিধানসভার স্পিকারের কাছে আর্জি জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুকুল রায়ের চিঠি বাংলার বিধানসভার স্পিকারকে

মুকুল রায়ের চিঠি বাংলার বিধানসভার স্পিকারকে

মঙ্গলবার বিধানসভার স্পিকারের কাছে মুকুল রায়ের দলত্যাগ মামলার শুনানি ছিল। এদিন এই মামলার শুনানিতে হাজিরা এড়ালেন মুকুল রায়। তিনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানান তাঁর হাজিরা না দেওয়ার কারণ। মুকুল রায় লেখেন, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। তাই তাঁকে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য আরও একমাস সময় দেওয়া হোক।

দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের চ্যালেঞ্জ শুভেন্দুর

দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের চ্যালেঞ্জ শুভেন্দুর

২০২১-এর বিধানসভা নির্বাচনে মুকুল রায় কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন। তিনি এই নির্বাচন জিতে প্রথমবারের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু ভোটের ফল প্রকাশের ৪০ দিনের মাথায় তিনি বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। সেইসঙ্গে তৈরি হয় বিতর্ক। তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার চ্যালেঞ্জ ছোড়েন শুভেন্দু অধিকারী।

বিধানসভায় খাতায় কলমে মুকুল বিজেপিরই বিধায়ক

বিধানসভায় খাতায় কলমে মুকুল বিজেপিরই বিধায়ক

সেইমতোই বিধানসভার স্পিকারের কাছে মামলা করেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে তাঁকে আবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি তৃণমূলের উত্তরীয় গলায় নিয়ে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন। যদিও বিধানসভায় খাতায় কলমে তিনি বিজেপিরই বিধায়ক। সেই জোরেই তাঁকে বসানো হয়েছে পিএসি চেয়ারম্যান পদে।

মুকুলকে পিএসি চেয়ারম্যান, মামলা দায়ের শুভেন্দুর

মুকুলকে পিএসি চেয়ারম্যান, মামলা দায়ের শুভেন্দুর

বিজেপি বলছে, মুকুল রায়ের নাম তাঁরা প্রস্তাব করেননি। মুকুল রায়ের নাম পরিকল্পনা করে আনা হয়েছে। নির্দল বিধায়ককে দিয়ে তাঁর নাম প্রস্তাব করা হয়েছে। তারপর জল্পনা সত্যি করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকেই বেছে নেন পিএসি চেয়ারম্যান হিসেবে। এই মর্মে মুকুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পথে হাঁটেন বিধানসভার বিরোধী দলনেতা। পিএসি চেয়ারম্যান নিয়ে মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়

চিঠি লিখে হাজির না হওয়ার কারণ দর্শান মুকুল

চিঠি লিখে হাজির না হওয়ার কারণ দর্শান মুকুল

মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর বিধায়ক পদ খারিজ নিয়ে মামলা করেন শুভেন্দু। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ আইন কার্যকর করে তাঁর বিধায়ক পদ বাতিলের দাবিতে আবেদন করেন শুভেন্দু। সেই আবেদনের ভিত্তিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বার দুয়েক শুনানিও হয়ে গিয়েছে। এদিন ফের শুনানি ছিল। এই শুনানিতে মুকুল রায়ের হাজির হওয়ারও কথা। কিন্তু তিনি চিঠি লিখে হাজির না হওয়ার কারণ দর্শান এবং আরও এক মাস সময় চান।

মুকুল রায় পিএসি মিটিংয়ে যোগ দেওয়ার পর

মুকুল রায় পিএসি মিটিংয়ে যোগ দেওয়ার পর

এরই মধ্যে মুকুল রায় পাবলিক অ্যাকাউন্ট কমিটির মিটিংয়ে যোগ দিয়েছেন। সেই বৈঠকে যোগ দিয়ে তিনি দাবি করেন বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি পিএসি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তারপর বিতর্ক চরমে ওঠে। তাঁর এহেন বক্তব্যের পর আরও ঘোরালো হয়েছে পরিস্থিতি। এই আঙ্গিকে তাঁর বিরুদ্ধে দলত্যাগ আইন কার্যকর ও পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদ থেকে সরানোর পদক্ষেপ বিশেষ তাৎপর্পূর্ণ।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের চ্যালেঞ্জ শুভেন্দুর | Oneindia Bengali

English summary
Mukul Roy writes a letter to Speaker Biman Banerjee and demands time more
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X