For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদনের পর মুকুল জেলে যাবে, তার পর মমতা, ফের দাবি আসিফের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ওওওওও
কলকাতা, ১০ ডিসেম্বর: ডাকাতদের কায়দার হা-রে-রে-রে চিৎকার কিংবা ভ্যানের গায়ে দমাদম চাপড়, কিছু করেই আসিফ খানের কথা বলা আটকাতে পারল না পুলিশ। মদন মিত্র থেকে শুরু করে মুকুল রায় মায় মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সারদা-কাণ্ডে জেলে যাবেন, এমনই দাবি করে শোরগোল ফেলে দিলেন তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন নেতা।

আরও পড়ুন: মদন গ্রেফতার হবে এ মাসে, ভোটের ছ'মাস আগে মুকুল, দাবি আসিফের

কুণাল ঘোষ ও আসিফ খানকে নিয়ে এখন যারপরনাই বিব্রত প্রশাসন। পেশিশক্তি প্রয়োগ করেও যখন এঁদের কথা বলা আটকানো যাচ্ছে না, তখন অভিনব উপায় অবলম্বন করছে পুলিশ। জেলবন্দি এই দু'জনকে আদালতে নিয়ে আসার সময় সমস্বরে হা-রে-রে-রে করে চিৎকার করছেন পুলিশকর্মীরা। সঙ্গে প্রিজন ভ্যানের গায়ে চাপড় মারছেন। উদ্দেশ্য, আওয়াজের চোটে সাংবাদিকরা যাতে কিছু শুনতে না পান।

কিন্তু গতকাল বিকেলে শিয়ালদহ কোর্ট থেকে বের করার সময় পুলিশের জারিজুরি বিফলে গেল। আদালত থেকে বের করার সময় পুলিশকর্মীরা হল্লাচিল্লা করছিল। কিন্তু আসিফ খানকে ভ্যানে তুলে দেখা যায়, সেখানে চালক নেই। পুলিশকর্মীরা চালককে খুঁজতে যান। ব্যস! এই সুযোগে প্রিজন ভ্যানের জানলার কাছে মুখ নিয়ে এসে আসিফ খান বলতে শুরু করেন, "মদন এখনই জেলে ঢুকবে। এ মাসেই। আমি বেরোলে মুকুল ঢুকবে। তার পরই মমতা।" তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দেখে তড়িঘড়ি ছুটে আসেন পুলিশকর্মীরা। আবার চিৎকার শুরু হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তবে, কী ভিত্তিতে তিনি এ কথা বললেন, তা জানানোর সুযোগ পাননি।

আসিফ খানের আইনজীবী লোকেশ শর্মা বলেছেন, "আমার মক্কেলের বিরুদ্ধে সব মামলাগুলিই ভুয়ো। সবগুলোতে আমরাই জিতব।"

English summary
Mukul Roy will go to jail, then Mamata, says Asif Khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X