For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায়ই সেনাপতি ২০২১ বিধানসভা নির্বাচনে! বিতর্ক উড়িয়ে সাফ জবাব বিজেপি সাংসদের

মুকুল রায়ই সেনাপতি ২০২১ বিধানসভা নির্বাচনে! বিতর্ক উড়িয়ে সাফ জবাব সাংসদের

Google Oneindia Bengali News

কোনও বিবাদ নেই বিজেপিতে। কোনও বিতর্কও নেই। মুকুল রায়কে নিয়ে যাবতীয় রটনা সংবাদমাধ্যমের মন গড়া। মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। তাঁর নেতৃত্বেই বিজেপি ২০২১ নির্বাচনে লড়বে বলে সাফ জানিয়ে দিলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। এক সাক্ষাৎকারে তিনি বিজেপি নেতা মুকুল রায়কে নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটান।

মুকুল রায়ের মতো নেতাকে নিয়ে জল্পনা থাকবেই

মুকুল রায়ের মতো নেতাকে নিয়ে জল্পনা থাকবেই

বিজেপি সাংসদ মনে করেন, মুকুল রায় একজন বড়মাপের নেতা। তাঁকে অনুমান করা এত সহজ নয়। তাই মনগড়া গল্প তৈরি করছে মিডিয়া। মুকুল রায় যেমন বিজেপিতে রয়েছেন, তেমনই থাকবেন। তিনি বিজেপির হয়ে পরিকল্পনা তৈরি করছেন। আসন্ন নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয় ছিনিয়ে আনাই আমাদের লক্ষ্য।

মুকুল রায়ের হাতে তৃণমূলের সৃষ্টি, ধ্বংসও হবে

মুকুল রায়ের হাতে তৃণমূলের সৃষ্টি, ধ্বংসও হবে

জগন্নাথ সরকার বলেন, আমরা আদর্শ নিয়ে দল করি। আমাদের দলে শুধু একটা খুঁটি্ নয়, অনেকে রয়েছেন। তাই মতপার্থক্য থাকতেই পারে। এছাড়া কোনও কোন্দল নেই আমাদের দলে। মুকুল রায়ই আসন্ন বিধানসভা লড়াইয়ে আমাদের সেনাপতি। তাঁর হাতেই তৃণমূল সৃষ্টি হয়েছিল, আর তাঁর হাতেই ধ্বংস হবে তৃণমূল

২০০-র বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতায় বিজেপি!

২০০-র বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতায় বিজেপি!

রানাঘাটের সাংসদের কথায়, বাংলায় আমরা ২০০-র মতো আসন পাবো। এটা নিশ্চিত যে, ২০০-র আশেপাশে থাকবে বিজেপির আসন। বিজেপি ক্ষমতায় আসছে তা একপ্রকার পরিষ্কার হয়েই গিয়েছে। এখন আসন সংখ্যা কত বাড়ে সেটাই দেখার। বাংলার মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, তাতে বিজেপির প্রাপ্ত আসন ২০০-র বেশি হলেও আমরা অবাক হব না।

মুকুল-দিলীপের দ্বিমত ওই আসন সংখ্যা নিয়েই

মুকুল-দিলীপের দ্বিমত ওই আসন সংখ্যা নিয়েই

বিজেপির দিল্লির বৈঠকে দিলীপ ঘোষ রিপোর্ট পেশ করেছিলেন বাংলায় বিজেপির ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা তারা অন্ত ১৯০ আসন পাবেন। ফলে তৃণমূলের বিদায় নিশ্চিত। এই অবস্থায় মুকুল রায় তার প্রতিবাদ করে জানান, যতটা সহজ ভাবা হচ্ছে, বাংলা দখল ততটা সহজ নয়। তা নিয়েই মতপার্থক্য দেখা দেয়।

‘গঠনগত আলোচনা হলে দ্বিমত হতেই পারে’

‘গঠনগত আলোচনা হলে দ্বিমত হতেই পারে’

এবার রানাঘাটের সাংসদও দিলীপ ঘোষের কথার পুনরাবৃত্তি করলেন। তিনিও জানালেন ২০০-র কাছাকাছি আসন পাবে বিজেপি। তবে মুকুল রায়ের মত পার্থক্যকে তিনি বিশেষ গুরুত্ব দিতে রাজি নন। তাঁর সাফ কথা বড় দলে মতপার্থক্য থাকবে। এটাই স্বাভাবিক। তারপর গঠনগত আলোচনা হলে দ্বিমত হতেই পারে।

সোমেনের পরে কে হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি! দড়ি টানাটানি শুরু, হাইকমান্ডের পছন্দে এগিয়ে প্রদীপসোমেনের পরে কে হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি! দড়ি টানাটানি শুরু, হাইকমান্ডের পছন্দে এগিয়ে প্রদীপ

English summary
Mukul Roy will be team leader of BJP in 2021 Assembly Election in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X