For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে বিজেপিতে স্বাগত জানালেন মুকুল! বিধানসভায় যোগদান-‘প্রস্তাব’ নিয়ে জল্পনা

তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানালেন মুকুল রায়। তৃণমূলের একসময়ের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায় স্বয়ং বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এহেন

Google Oneindia Bengali News

তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানালেন মুকুল রায়। তৃণমূলের একসময়ের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায় স্বয়ং বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এহেন 'প্রস্তাব' দিয়ে গেলেন। একেবারে হাস্যমুখে মমতাকে বিজেপিতে স্বাগত জানিয়ে কৌশলী বার্তা দিলেন মুকুল রায়।

মমতাকে স্বাগত জানিয়ে মুকুল-বার্তা

মমতাকে স্বাগত জানিয়ে মুকুল-বার্তা

যে সময় মুকুল রায় একথাগুলো বলছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন বিধানসভায়। নেত্রীকে দলে স্বাগত জানিয়ে মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে আসতে গেলে পার্টির নীতি, আদর্শ মেনে আসতে হবে। নীতি-আদর্শ মেনে তিনি যদি বলেন ভারতীয় জনতা পার্টি করব, তবে তাঁকে স্বাগতম। আমার ধারণা তখন কেন্দ্রীয় নেতৃত্বও তাঁকে সমর্থন জানাবে।

মুকুল-ভাষ্যের কাটাছেঁড়া শুরু

মুকুল-ভাষ্যের কাটাছেঁড়া শুরু

মুকুলের এহেন ভাষ্যের পরই তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। কেন একথা বললেন মুকুল রায়, এর পিছেন কী ইঙ্গিত থাকতে পারে, শুধু শুধুই কি তিনি হাওয়ায় ভাসিয় দিয়ে গেলেন এই কথা- তা নিয়েই চলছে পর্যালোচনা। জল্পনার পারদও চড়ছে হু-হু করে

বিজেপিতে আসতে চান! সবাইকে স্বাগত

বিজেপিতে আসতে চান! সবাইকে স্বাগত

মোট কথা রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে মুকুল রায়ের এই কথা নিয়ে। মুকুল রায় এর পাশাপাশি অবশ্য বলে যান, এই সরকার কতদিন টিকে থাকে আগে দেখুন। মন্ত্রীরা কী বলছেন একবার শুনুন। অনেক মন্ত্রী-বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ করছেন। যাঁরা বিজেপিতে আসতে চান সবাইকে স্বাগত।

কথাতেই লুকিয়ে রয়েছে সারসত্যটা

কথাতেই লুকিয়ে রয়েছে সারসত্যটা

তাঁর এই কথাতেই লুকিয়ে রয়েছে সারসত্যটা। তিনি মমতার নাম করে বলতে চাইলেন, তৃণমূল সবাই-ই ইচ্ছে করলে আসচে পারেন বিজেপিতে। শুধু দলের নীতি-আদর্শ মানা জরুরি, তা ভিন্ন অন্য কোনও নিয়ম-কানুন নেই।

পার্থ সকাশে দিলীপ ঘোষ

পার্থ সকাশে দিলীপ ঘোষ

উল্লেখ্য, দুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিধানসভায় গিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এই সাক্ষাতের পর উভয়েই সৌজন্য সাক্ষাৎ বলে এড়িয়ে যান। দিলীপ ঘোষ বলেন, অনেকদিন পর দেখা হল, তাই কুশল বিনিময় করলাম।

<strong>[আরও পড়ুন: ২৭ থেকে কমে ১২-তে দাঁড়াল রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সংখ্যা, কে মিশছে কার সঙ্গে]</strong>[আরও পড়ুন: ২৭ থেকে কমে ১২-তে দাঁড়াল রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সংখ্যা, কে মিশছে কার সঙ্গে]

<strong>[আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির মিশে যাওয়া নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী]</strong>[আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির মিশে যাওয়া নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী]

English summary
Mukul Roy welcomes Mamata Banerjee in BJP if she will join. He gives her some message at Assembly in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X