For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপাতত ধরে খেলতে চান মুকুল, মোদীর রাজ্য-জয়ের পরেই ফের আক্রমণ মমতাকে

'বিশ্ব বাংলা', 'মা-মাটি-মানুষ' 'বোমা'র পর এবার কিছুটা ধরে খেলতে চান বিজেপি নেতা মুকুল রায়। সব কিছু ঠিক থাকলে গুজরাতের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ ১৯ ডিসেম্বর পরবর্তী 'বোমা'টি ফাটাবেন মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

'বিশ্ব বাংলা', 'মা-মাটি-মানুষ' 'বোমা'র পর এবার কিছুটা ধরে খেলতে চান বিজেপি নেতা মুকুল রায়। সব কিছু ঠিক থাকলে গুজরাতের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ ১৯ ডিসেম্বর পরবর্তী 'বোমা'টি ফাটাবেন মুকুল রায়।

[আরও পড়ুন:'বিশ্ব বাংলা' নিয়ে আদালতে সুজন, বিজেপি-সিপিএম আঁতাতের অভিযোগ তৃণমূলের][আরও পড়ুন:'বিশ্ব বাংলা' নিয়ে আদালতে সুজন, বিজেপি-সিপিএম আঁতাতের অভিযোগ তৃণমূলের]

আপাতত ধরে খেলতে চান মুকুল, মোদীর রাজ্য-জয়ের পরেই ফের আক্রমণ মমতাকে

সম্প্রতি ভোটের প্রচারে গুজরাত গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। আহমেদাবাদ বিমানবন্দরে অমিত শাহের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় মুকুল রায়ে। সূত্রের খবর, সেখানে গুজরাত নয়, আলোচনা হয়েছে তৃণমূলকে আক্রমণের পদ্ধতি নিয়ে। জানা গিয়েছে, গুজরাতে ভোটের ফল অর্থাৎ ১৮ ডিসেম্বরের পরের দিন অর্থাৎ ১৯ ডিসেম্বর কলকাতায় সাংবাদিক সম্মেলন করে ফের তৃণমূলকে আক্রমণ করবেন।

বিজেপি সূত্রের খবর, তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বাড়াতে সিপিএমের মতো বিজেপিও 'বিশ্ব বাংলা' নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছে।

১০ নভেম্বরের পাল্টা ধর্মতলায় তৃণমূল সমাবেশ করলেও সেখানে হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাকে ঘিরেই 'বিশ্ব বাংলা' বিতর্ক। বিতর্ক নিয়ে কোনও কথাই বলেননি তৃণমূলের কোনও নেতা। দলের অন্দরে মুকুল রায়ের পদক্ষেপ নিয়ে অনেকেই শঙ্কিত। বিজেপি নেতাদের একাংশের দাবি, এতেই বোঝা যাচ্ছে 'গলতি' আছে তৃণমূলের। পরের বার মুকুল রায়ের আক্রমণ আরও জোরালো হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে তাঁর আগে গুজরাতের দখল বিজেপি হাতে আসলে, আক্রমণের ঝাঁঝ আরও বাড়বে।

English summary
Mukul Roy wants to wait for some time to attack his old party Trinamool. After Declaration of Gujarat result, Mukul Roy will attack Trinamool.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X