For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দলহীন' শুভেন্দু অধিকারীকে চান মুকুল রায়! মুখে এক বললেও আস্তিনে লুকিয়ে অন্য তাস

'দলহীন' শুভেন্দুকে চান মুকুল! মুখে এক বললেও আস্তিনে লুকিয়ে অন্য তাস

  • |
Google Oneindia Bengali News

রাজনীতিকরা রণনীতি কখনই সামনে আনেন না। তেমনটি করছেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন সাংবাদিকরা তাঁকে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। সেই সময় তিনি উত্তর দেন কোনও প্রশ্ন নেই। যদিও সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে পাওয়ার জন্য সব রকমের চেষ্টা শুরু করেছে বিজেপি।

 সংগঠনে রদবদল আর চলছে দলবদলের খেলা

সংগঠনে রদবদল আর চলছে দলবদলের খেলা

২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনে রদবদল করেছে বিজেপি, তৃণমূল উভয়দলই। আবার জেলায় জেলায় এক দল থেকে অপর দলে যাওয়ার প্রক্রিয়াও চলছে।

শুভেন্দু অধিকারীকে পেতে সব রকমের চেষ্টা বিজেপির

শুভেন্দু অধিকারীকে পেতে সব রকমের চেষ্টা বিজেপির

সূত্রের খবর অনুযায়ী, যে কোনও মূল্যে শুভেন্দু অধিকারীকে পেতে চায় বিজেপি। যার জন্য চেষ্টাও শুরু হয়ে গিয়েছে। এব্যাপারে অবশ্যই বিজেপি ভরসা করছে, মুকুল রায়ের ওপরে।

সমাজসেবী শুভেন্দু অধিকারীকে নিয়ে দিলেন না উত্তর

সমাজসেবী শুভেন্দু অধিকারীকে নিয়ে দিলেন না উত্তর

সাংবাদিকরা মুকুল রায়কে বলেন, মেদিনীপুরে তৃণমূলের প্রতীক ছাড়াই সমাজসেবী শুভেন্দু অধিকারী পোস্টার পড়েছে একাধিক জায়গায়। এছাড়াও তিনি গেঞ্জিও বিলি করেছেন সমাজসেবী শুভেন্দু অধিকারী নাম দিয়ে। এই সময় মুকুল রায় বলেন, এই প্রশ্ন শুভেন্দু অধিকারীকেই জিজ্ঞাসা করুন।

শুভেন্দুকে নিয়ে সক্রিয়তা অস্বীকার

শুভেন্দুকে নিয়ে সক্রিয়তা অস্বীকার

শুভেন্দু কি বিজেপিতে আসছেন, প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই সময় মুকুল রায় বলেন, কোনও প্রশ্ন নেই।

কোন রাজনৈতিক দল গড়ে নয়, শুভেন্দুকেই চাই

কোন রাজনৈতিক দল গড়ে নয়, শুভেন্দুকেই চাই

শুভেন্দু অধিকারী যদি ২০২১-এর আগে কোনও রাজনৈতিক দল গড়ে ভোটের ময়দানে নামতে চান তাহলে সব থেকে বেশি ক্ষতি হতে পারে বিজেপির। তাই তারা চায় শুভেন্দু তাদের দলেই যোগ দিন।

বদলে যেতে পারে রাজনৈতিক সমীকরণ

বদলে যেতে পারে রাজনৈতিক সমীকরণ

রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি শুভেন্দু অধিকারীকে টলানো যায়, তাহলে রাজ্যের রাজনৈতিক সমীকরণই বদলে যাতে পারে। তৃণমূলের থেকে কয়েক কদম এগিয়ে যেতে পারে বিজেপি।

বিজেপি কেন্দ্রীয় দল, পাড়ার ক্লাব নয়! শুভেন্দু অধিকারীকে নিয়ে উত্তর দিলেন মুকুল বিজেপি কেন্দ্রীয় দল, পাড়ার ক্লাব নয়! শুভেন্দু অধিকারীকে নিয়ে উত্তর দিলেন মুকুল

English summary
Mukul Roy wants Subhendu Adhikari to join BJP without forming any party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X