কাঁচড়াপাড়া নিয়ে চিন্তা নেই! হালিশহরে বিজেপির দখলেই আসবে, সময় দিলেন মুকুল রায়
কাঁচড়াপাড়া নিয়ে চিন্তা নেই। তা বিজেপির দখলেই আছে। আর হালিশহর ফের বিজেপির দখলেই আসবে। আশস্ত করলেন মুকুল রায়। এর জন্য সাত থেকে দশ দিন সময় লাগতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। আপাতত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে বলে জানিয়েছেন মুকুল রায়।

ফিরহাদের অভিযোগ ওড়ালেন মুকুল
ফিরহাদ হাকিমের ভয় দেখানোর অভিযোগ উড়িয়ে মুকুল রায় বলেন, কাউকেই ভয় দেখিয়ে বিজেপি আনা হয়নি। কাউন্সিলররা সবাই নিজের ইচ্ছায় দিল্লিতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। বুধবার রাতে হালিশহরের বেশ কিছু কাউন্সিলরকে পাশে বসিয়ে মুকুল রায় বলেন, দু-এক দিনের মধ্যে হালিশহরের চেয়ারম্যান অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা আনবে বিজেপি। মুকুল রায়ের দাবি অংশুমান রায় তাঁর দয়াতেই পুরপ্রধান হয়েছিলেন।

হালিশহরের বর্তমান রাজনৈতিক অবস্থান
গত পুর নির্বাচনে হালিশহরের ২৩ টি আসনের মধ্যে ২১ টিতেই জিতেছিল তৃণমূল। বাকি দুটির একটি বিজেপি ও একটি নির্দল। এবারের লোকসভা ভোটের ফল বেরোতেই দিল্লিতে গিয়েছিলেন চেয়ারম্যানসহ কমপক্ষে ১৮ জন কাউন্সিলর। তাঁরা বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। বাকি ৩ জন তৃণমূলেই ছিলেন। মঙ্গলবার পুরপ্রধান-সহ ৯ জন কাউন্সিলর তৃণমূলে ফেরার কথা জানান। ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১২ তে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে বিজেপির ১০ জন।

ড্যামেজ কন্ট্রোলে মুকুলের বৈঠক
রবিবার রাতে বীজপুরে ফিরেই কাঁচড়াপাড়ার বিজেপি কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন মুকুল রায়। পরে হালিশহর নিয়ে বৈঠক করেন তিনি।