For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে চ্যালেঞ্জ মুকুল রায়ের, একুশের আগে মিনি বিধানসভায় টার্গেট স্পষ্ট করল বিজেপি

মমতাকে চ্যালেঞ্জ মুকুলের, একুশের আগে মিনি বিধানসভায় টার্গেট স্পষ্ট করল বিজেপি

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের শুরুতেই দামামা বেজে গিয়েছে পুরসভা ভোটের। শিয়রে কলকাতা-সহ ১০৭ পুরসভার ভোট। এই ভোটে বিজেপির টার্গেট ফিক্সড করে দিলেন মুকুল রায়। শুক্রবার কলকাতা পুরসভা ভোটে ওয়ার্ড সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তারপরই মুকুল রায়ের মন্তব্য, মানুষ ভোট দেবে লড়াই করেই, তাহলেই অভূতপূর্ব ফল হবে।

মানুষ যদি ভোট দিতে পারে জয় সুনিশ্চিত

মানুষ যদি ভোট দিতে পারে জয় সুনিশ্চিত

মুকুলের কথায়, মানুষ যদি ভোট দিতে পারে বাংলার ভোটে কোনও আশা নেই তৃণমূলের। বিজেপি এবার প্রায় সমস্ত পুরসভায় কর্তৃত্ব করবে। তাই মানুষকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের ব্যবস্থা করে দিতে হবে। সেটাই আমাদের লড়াই। সেই লড়াইয়ে আমরা তৈরি। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মানুষ লড়াই করেই ভোট দেবে এবার।

মমতার নিজের বাহিনীও ভোঁতা হয়ে যাবে

মমতার নিজের বাহিনীও ভোঁতা হয়ে যাবে

মুকুল বলেন, পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী আসবে কি না তা ঠিক করবে রাজ্য সরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না কেন্দ্রীয় বাহিনী আসুক। তার কারণ ওঁর নিজের বাহিনী রয়েছে। সেই বাহিনী তাহলে অকেজো হয়ে যাবে। তবে যতই মমতার বাহিনী থাকুক, তা ভোঁতা করে মানুষ এবার ভোট দেবে ঢেলে।

পুরসভা ভোটেও তৃণমূল হারবে, নিশ্চিত মুকুল

পুরসভা ভোটেও তৃণমূল হারবে, নিশ্চিত মুকুল

মুকুল বলেন, পুরসভা ভোটেও তৃণমূল হারবে। লোকসভা ভোটে যে দশা হয়েছিল, লোকসভা ভোটেও বিজেপির হাতে পর্যুদস্ত হতে হবে তৃণমূলকে। ছবির মতো পরিষ্কার হয়ে আছে সব। হারবে বলেই ভয়ে এতদিন ভোট করছিল না তৃণমূল। আর কোনও পথ নেই ভোট ময়দানে নামতে হচ্ছেই, আর রক্ষা নেই তৃণমূলের।

মুকুলের দাবিকে কটাক্ষ তৃণমূলের

মুকুলের দাবিকে কটাক্ষ তৃণমূলের

মুকুলের এই কথার প্রত্যুত্তরে তৃণমূলের ব্যাখ্যা, মুকুলবাবু ভুলে গিয়েছেন বোধহয় উপনির্বাচনের ফলটা। দিল্লিতে গিয়ে আঙুল তুলে অমিত শাহকে তিনি তিন দেখিয়ে এসেছিলেন। কিন্তু সেই তিনের হাল কী হয়েছে, তা কি খতিয়ে দেখেছেন মুকুল রায়। তিনটি কেন্দ্রেই বিজেপিকে হার মানতে হয়েছে। পুরসভা ভোটের ফল প্রকাশের পরই দেখতে পাবেন মুকুলবাবু।

উপনির্বাচনের ফলকে ধর্তব্যের মধ্যে আনছেন না

উপনির্বাচনের ফলকে ধর্তব্যের মধ্যে আনছেন না

মুকুল রায় অবশ্য উপনির্বাচনের ফলকে ধর্তব্যের মধ্যে আনছেন না। তিনি মনে করেন পঞ্চায়েতে সন্ত্রাসের পরিবেশেও তাঁরা যে ফল করেছেন, তারপর লোকসভা ভোটে বিজেপি দেখিয়ে দিয়েছে বাংলাতেও তারা পসার জমাচ্ছে। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি-সিএএ'র প্রতিবাদে রাস্তা নেমেছেন দেখে মুকুলের বিবৃতি মমতা বুঝতে পেরে গিয়েছেন আর সরকার চালাতে পারবেন না, তাই রাস্তায় নেমে পড়েছেন।

পুরভোটে মানুষ ভোট দিতে পারলে জিতবে বিজেপিই, দাবি মুকুলেরপুরভোটে মানুষ ভোট দিতে পারলে জিতবে বিজেপিই, দাবি মুকুলের

English summary
Mukul throws challenges to Mamata Banerjee to win Munilipal Election in West Bengal. Mukul says People stop Mamata’s force and will win them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X