For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে আরও ছ-দফায় ভাঙন! ১০ বিধায়ক ছাড়াও মুকুলের তালিকায় যাঁদের নাম

লোকসভা ভোটের পর দু-দফা যোগদান পর্ব সেরে ফেলেছেন মুকুল রায়। তৃণমূল ছাড়াও বাম-কংগ্রেস ভেঙে বিধায়ক-কাউন্সিলর ও নেতাদের বিজেপিতে যোগদান করিয়েছেন।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের পর দু-দফা যোগদান পর্ব সেরে ফেলেছেন মুকুল রায়। তৃণমূল ছাড়াও বাম-কংগ্রেস ভেঙে বিধায়ক-কাউন্সিলর ও নেতাদের বিজেপিতে যোগদান করিয়েছেন। আরও ছ-দফা যোগদান পর্ব চলবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুকুল রায়। সেইসঙ্গে জানিয়ে দিলেন কারা এখন যোগাযোগ করছেন মুকুল রায়ের সঙ্গে।

তৃণমূল ভাঙতে শুরু করেছে

তৃণমূল ভাঙতে শুরু করেছে

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরই তাঁকে গদ্দার উপাধি দিয়েছিল তৃণমূল। এখন আবার মুকুল-পুত্র বিজেপিতে যোগ দিয়ে হয়েছেন ছোট গদ্দার। এই অবস্থায় মুকুল, অর্জুন আর শুভ্রাংশু মিলিত হয়ে তৃণমূলকে ভাঙতে শুরু করেছেন। লোকসভা ভোট সাফল্যের পর দিল্লিতে একের পর এক তৃণমূল নেতাকে নিয়ে গিয়ে ঘটা করে যোগদান পর্ব চলছে।

সাত দফায় বিজেপিতে যোগদান

সাত দফায় বিজেপিতে যোগদান

প্রথম পর্বে তিন বিধায়ক-সহ ৫০ অধিক কাউন্সিলর যোগদান করেছেন বিজেপিতে। তার পরদিনই আরও এক বিধায়ক-সহ অনুব্রত-গড়ের তিন নেতা যোগদান করেন গেরুয়া শিবিরে। সেই অনুষ্ঠানেই মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়রা জানান রাজ্যে যেমন সাত দফায় ভোট হয়েছে, বিজেপিতে যোগদান পর্ব চলবে সেই সাত দফা।

আরও ছ-দফায় কারা লাইনে

আরও ছ-দফায় কারা লাইনে

সেই মোতাবেক আরও ছ-দফা যোগদান পর্ব চলবে বলে জানিয়ে মুকুল রায় বলেন তৃণমূলের কারা যোগাযোগ করছেন তাঁর সঙ্গে। দ্বিতীয় পর্বের যোগদানের আগে মুকুল রায় বলেছিলেন প্রথম দফার এক্সটেনশন। এবার মুকুলের হুঁশিয়ারি, প্রথম দুদিনেই কেঁপে গিয়েছে তৃণমূল হাইকমান্ড। এখনও যে অনেক বাকি। এখনও ছ-দফা যোগদান হবে।

মুকুলের হাতে তৈরি তালিকা

মুকুলের হাতে তৈরি তালিকা

মুকুল রায় বলেন, এখনই ১০ জন বিধায়ক তাঁর হাতে রয়েছে। তারপর লোকসভায় হেরে যাওয়া অনেক তৃণমূল কংগ্রেস প্রার্থী তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। যে আওয়াজ উঠেছে বাংলার বুকে ছমাসের মধ্যেই তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। শুধু তৃণমূল নয়, বিজেপির নজব এখন বাম-কংগ্রেসের দিকেও। বাম-কংগ্রেস শিবিরের বিধায়কদেরও ভাঙিয়ে আনতে সিদ্ধহস্ত বিজেপি।

এখনই লক্ষ্যে বিধানসভা

এখনই লক্ষ্যে বিধানসভা

মুকুল রায় এখন থেকেই বিধানসভার কথা চিন্তা করতে শুরু করে দিয়েছেন। বিধানসভায় প্রার্থী করার জন্য যোগ্য নেতা আনতে চাইছেন দলে। যে অঙ্কে তিনি লোকসভায় সাফল্য এনে দিয়েছেন, একই অঙ্ক প্রয়োগ করে তিনি বিধানসভাতেও সাফল্য আনতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই তিনি তৈরি রাখছেন তাঁর টিমকে।

ইতিমধ্যেই যাঁরা পদ্মশিবিরে

ইতিমধ্যেই যাঁরা পদ্মশিবিরে

এর আগে বিজপুরের বিধায়ক মুকুল-পুত্র শুভ্রাংশু বাবার হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এছাড়া হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্র রায় এবং বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্যও বিজেপিতে যোগ দেন। তারপর বীরভূমের লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা, যুবনেতা মহম্মদ আসিফ ও তৃণমূল নেতা নিমাই দাস যোগদান করেন।

English summary
BJP leader Mukul Roy threatens to break TMC in more six phases. He says who are contracted with him after Lok Sabha Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X