For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসোলেশনে করোনা আক্রান্ত মুকুল রায়, গুরুতর অসুস্থ স্ত্রী ভর্তি হাসপাতালে

Google Oneindia Bengali News

করোনায় একের পর এক নেতা মন্ত্রীদের আক্রান্ত হওয়ায় খবর আসতে শুরু করে দিয়েছে। এরই মাঝে এক সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, জানা গিয়েছে বিজেপিক সর্বভারতীয় সহ সভাপতি তযথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় করোনা আক্রান্ত।

 কোথায় আইসোলেশনে রয়েছেন মুকুল?

কোথায় আইসোলেশনে রয়েছেন মুকুল?

জানা গিয়েছে সল্টলেকে আইসোলেশনে আপাতত রয়েছেন মুকুল রায়। তিনি সল্টলেকে নিজের বাড়িতে রয়েছেন বলে সূত্রের দাবি। মুকুল রায়ের শরীরে সেভাবে সংক্রমণ ভয়াবহ আকার না নিলেও, তাঁর স্ত্রী কৃষ্ণা রায় গুরুতর আক্রান্ত।

স্ত্রী ভর্তি হাসপাতালে

স্ত্রী ভর্তি হাসপাতালে

জানা গিয়েছে, গুরুতরভাবে অসুস্থ হয়ে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় সল্টলেকের হাসপাতালে ভর্তি রয়েছেন। সল্টলেকের এক নামী বেসরকারি হাসপাতালে আপাতত কৃষ্ণা রায়ের চিকিৎসা চলছে।

 ঘনিষ্ঠ সূত্র কী বলছে?

ঘনিষ্ঠ সূত্র কী বলছে?

মুকুল রায়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, দিন কয়েক আগে অসুস্থতা বোধ করতে থাকেন মুকুল রায়। উপসর্গ দেখে নিজের ও স্ত্রীয়ের করোনা টেস্ট করান তিনি। এরপরই ধরা পড়ে, তাঁদের শরীরে রয়েছে করোনার সংক্রমণ । এদিকে, গতবছরই কৃষ্ণা রায়ের একটি অস্ত্রোপচার হয় বলে খবর। তারপর করোনার সংক্রমণ তাঁর শরীরে কতটা দানা বেঁধেছে তা নিয়ে কৌতূহল রয়েছে মুকুল অনুগামীদের।

যোগ দিয়েছেন দলীয় নানান অনুষ্ঠানে

যোগ দিয়েছেন দলীয় নানান অনুষ্ঠানে

প্রসঙ্গত, গত কয়েকদিনে একের পর এক দলীয় কাজে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে মুকুল রায়। এছাড়াও বিধায়ক হিসাবে বিধানসভায় শপথ পাঠ করেছেন তিনি। এদিকে, বিধানসভায় দলের তরফে বিরোধী দলনেতার নাম ঘোষণা অনুষ্ঠানেও তিনি ছিলেন হাজির। এর আগে ভোট পর্ব চলাকালীন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়কে দলীয় কাজে বহু ছোটাছুটি করতে হয়। এমন পরিস্থিতিতে মুকুল রায়কে বহু জায়গায় জন সমাগমে দেখা যায় দলের প্রচার পর্বে। তারপরই ভোট মিটতেই এই বর্ষীয়ান নেতার শরীরে দেখা গেল করোনার চিহ্ন।

English summary
Mukul Roy tested covid positive , his wife admitted to Hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X