For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মমতা রবিবারের প্রধানমন্ত্রী', কারণ ব্যাখ্যা করে তৃণমূল সুপ্রিমোকে তোপ মুকুলের

'দীর্ঘদিন ধরে তৃণমূল করেছি পাপের প্রায়শ্চিত্ত করছি। মমতার প্রতি অকর্মণ্য নই' ফের একবার একই সুরে তৃণমূলকে আক্রমণ শানান রাজনীতির আরও এক চাণক্য মুকুল রায়।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

'দীর্ঘদিন ধরে তৃণমূল করেছি পাপের প্রায়শ্চিত্ত করছি। মমতার প্রতি অকর্মণ্য নই' ফের একবার একই সুরে তৃণমূলকে আক্রমণ শানান রাজনীতির আরও এক চাণক্য মুকুল রায়। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে এদিন বনগাঁর বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর বসিরহাটে বিজেপির লোকসভা প্রার্থী সায়ন্তন বসু এর প্রচারে আসেন তিনি।

মমতা রবিবারের প্রধানমন্ত্রী, কারণ ব্যাখ্যা করে তৃণমূল সুপ্রিমোকে তোপ মুকুলের

এলাকার দত্তপাড়ায় প্রকাশ্য জনসভায় তিনি বলেন ,'সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে গেলে ২৭৩ টি আসন লাগে। রাজ্যের আসন সংখ্যা ৪২, কী করে প্রধানমন্ত্রী হবেন? .. মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। কেন্দ্রে বিরোধী সরকার তৈরি হলে শে সরকারের হাল হবে আসলে এমনই ।সপ্তাহের প্রথম দিন সোমবার প্রধানমন্ত্রী হবেন অখিলেশ, মঙ্গলবার মায়াবতী, তার পরদিন ফারুক আব্দুল্লাহ, প্রতিদিনই একজন করে প্রধানমন্ত্রী হবেন। আর সপ্তাহের শেষে রবিবারে মমতা হবেন রবিবারের প্রধানমন্ত্রী। যে দিন ছুটি থাকে যা মানুষের কাজে লাগবে না ।'

মুকুল রায়ের প্রশ্ন,মমতা প্রার্থী দিয়েছেন ৪২ টা আসনে, আর তাতেই তৃণমূল ভাবছে প্রধানমন্ত্রী হবেন মমতা, তা কী করে হয়! উল্লেখ্য, স্বরূপ নগরে যখন মুকুল রায় এই মন্তব্য করছেন মমতাকে নিয়ে ,তখন ভাটপাড়ায় মমতা মুকুল রায়কে 'গদ্দার' তকমায় দাগছিলেন। আর এভাবেই গোটা দিন মমতা -মুকুল দুই ভিন্ন মঞ্চ থেকে বাংলার রাজনীতিকে সরগরম রাখেন।

English summary
Mukul Roy taunts Mamata Banerjee over prime ministership .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X