For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিসির দলে ভাইপো মালিক! মমতার ভুলস্বীকার প্রসঙ্গে আক্রমণ মুকুল রায়ের

দলের কাউন্সিলরদের নিয়ে হওয়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দল চালাতে গিয়ে হওয়া একাধিক ভুলে উল্লেথ করেছিলেন, ঠিক তেমনই নাম না করে মুকুল রায়এবং শুভ্রাংশু রায়ের সমালোচনা করেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

দলের কাউন্সিলরদের নিয়ে হওয়া বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দল চালাতে গিয়ে হওয়া একাধিক ভুলে উল্লেথ করেছিলেন, ঠিক তেমনই নাম না করে মুকুল রায় এবং শুভ্রাংশু রায়ের সমালোচনা করেছিলেন। এপ্রসঙ্গে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন মুকুল রায়।

'বাবা নেতা, ছেলেকে চিকিট'

'বাবা নেতা, ছেলেকে চিকিট'

মঙ্গলবার মুকুল রায় কিংবা শুভ্রাংশু রায়ের নাম উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন বাবার ছেলে। প্রসঙ্গত মুকুল রায় ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ছেলে শুভ্রাংশু রায়কে বীজপুরে টিকিট দেওয়া হয়। ২০১৭-র শেষে মুকুল রায় তৃণমূল ছেড়া বিজেপিতে যোগ দেন। আর ২০১৯-এর লোকসভা ভোটের ফল বেরনোর পর বিজেপিতে যোগ দেন শুভ্রাংশু রায়।

মুকুল রায়ের পাল্টা

মুকুল রায়ের পাল্টা

মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে মুকুল রায়কে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি। তিনি প্রশ্ন করেন, পিসির দল করত বলে ভাইপো কীভাবে মালিক হয়ে গেলেন। ২০০৯ সালে বীজপুর থেকে তৃণমূল পিছিয়ে ছিল প্রায় ১৮ হাজার ভোটে। সেই কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী হিসেবে শুভ্রাংশু জয়ী হন ২০১১ ও ২০১৬ সালে।

'ছেলের মতো শিক্ষিত তৃণমূলে দুচারজন'

'ছেলের মতো শিক্ষিত তৃণমূলে দুচারজন'

সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নিজের ছেলে শুভ্রাংশুর শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেন। বলেন, তাঁর ছেলের যা শিক্ষাগত যোগ্যতা, তৃণমূলের ২-৪ জনের রয়েছে।

English summary
Mukul Roy targets Mamata Banerjee and Abhishek Banerjee. On tuesday Mamata criticises Mukul Roy and Subhranshu Roy without taking their name.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X