For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের খেল শুরু প্রার্থী তালিকায় প্রকাশ হতেই, ভোটের মুখে ভেঙেই চলেছে তৃণমূল

মুকুলের খেল শুরু প্রার্থী তালিকায় প্রকাশ হতেই, ভোটের মুখে ভেঙেই চলেছে তৃণমূল

Google Oneindia Bengali News

একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস স্লোগান তুলেছে- খেলা হবে। তার আগে বিজেপি নেতা মুকুল রায় 'খেলা' শুরু করে দিলেন। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দল ছাড়ার হিড়িক পড়ে গেল। নেপথ্যে মুকুল রায়ের খেলা। সমস্ত বিদ্রোহী নেতারা মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের পরই বিজেপির পতাকা হাতে তুলে নিলেন।

ভোট শুরুর আগেই জবরদস্ত ধাক্কা লাগল তৃণমূল শিবিরে

ভোট শুরুর আগেই জবরদস্ত ধাক্কা লাগল তৃণমূল শিবিরে

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিদ্রোহের হিড়িক পড়ে গিয়েছে তৃণমূলে। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার জন্যই যেন অপেক্ষা করছিলেন তাঁরা। প্রার্থী তালিকায় নাম না থাকায় একে একে তৃণমূল ছেড়ে পদ্মমুখী হয়ে গেলেন বিধায়ক, প্রাক্তন বিধায়করা। ভোট শুরুর আগেই জবরদস্ত ধাক্কা লাগল তৃণমূল শিবিরে।

তৃণমূল ছেড়ে বিজেপির পথে পা বাড়িয়েছেন টিকিট না পেয়ে

তৃণমূল ছেড়ে বিজেপির পথে পা বাড়িয়েছেন টিকিট না পেয়ে

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সোনালি গুহ পর্যন্ত টিকিট পাননি। এরপরই বিদ্রোহী হয়ে ওঠেন তিনি। কেঁদে ফেলেন প্রতিক্রিয়া জানাতে গিয়ে। শেষপর্যন্ত তিনিও যোগাযোগ শুরু করেন মুকুল রায়ের সঙ্গে। এর আগে জটু লাহিড়ী, শীতল সর্দারের মতো তৃণমূলের বিধায়করা বিজেপির পথে পা বাড়িয়েছেন। তারপর সোনালি গুহও চললেন বিজেপির পথে।

প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে তৃণমূল ছাড়ার হিড়িক

প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে তৃণমূল ছাড়ার হিড়িক

শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ মুকুল রায়ের সঙ্গে দেখা করেন। তিনিও তৃণমূলের সংসর্গ ত্যাগ করে বিজেপির পথে পা বাড়িয়ে দিয়েছেন। জল্পনা শুরু হয়েছে বিধায়ক স্মিতা বক্সিকে নিয়ে। তিনিও টিকিট পাননি এবার। মোট কথা, প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে

তৃণমূল নেতাদের পদ্মশিবিরে যোগদান করিয়ে মাস্টারস্ট্রোক

তৃণমূল নেতাদের পদ্মশিবিরে যোগদান করিয়ে মাস্টারস্ট্রোক

মুকুল রায় যে খেলা খেলেছিলেন ২০১৯-এ, ২০২১-এও সেই একই খেলা দেখাতে শুরু করেছেন তিনি। তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান না পাওয়া নেতা-নেত্রীরা যোগাযোগ শুরু করেন মুকুল রায়ের সঙ্গে। মুকুল রায়ও যেন তাঁদের অপেক্ষায় ছিলেন। ফলে বিদ্রোহী নেতাদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা বাড়ছে। ভোটের মুখে বিজেপি ফের তৃণমূল নেতাদের পদ্মশিবিরে যোগদান করিয়ে মাস্টারস্ট্রোক দিতে পারে।

ভোটের পরেও তৃণমূলের উপর চাপ রাখার খেলা মুকুলের

ভোটের পরেও তৃণমূলের উপর চাপ রাখার খেলা মুকুলের

মুকুল রায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শুধু তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান না পাওয়া নেতারাই তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। প্রার্থী তালিকায় নাম রয়েছে এমন অনেকেও আমাকে ফোন করেছেন। এই কথা বলিয়ে তিনি জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন। মুকুল রায় ভোটের পরেও তৃণমূলের উপর চাপ রাখার খেলা এখন থেকেই শুরু করে দিলেন।

প্রার্থী তালিকা সামনে আসতেই তৃণমূলে বিদ্রোহের আগুন

প্রার্থী তালিকা সামনে আসতেই তৃণমূলে বিদ্রোহের আগুন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রার্থী তালিকা তৈরি করেছেন তারকা আর তারুণ্যে ভরা। একুশের নির্বাচনে তিনি অশীতিপরদের বাদ দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন। সেইমতো সিংহভাগ অশীতিপর নেতা বাদ পড়েছেন। বাদ পড়েছেন অনেক প্রবীণ বিধায়ক, এমনকী মন্ত্রীও। আর প্রার্থী তালিকা সামনে আসতেই তৃণমূলে বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করেছে।

তৃণমূলে বিদ্রোহীর তালিকাটা নিছক কম নয়

তৃণমূলে বিদ্রোহীর তালিকাটা নিছক কম নয়

তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে কেউ কেঁদে ফেলেছেন, কেউ নিজের অফিসেই ভাঙচুর চালিয়েছেন। আবার কেউ প্রতিবাদে গর্জে উঠেছেন। কেউ প্রতিবাদ জানিয়ে দলও ছেড়েছেন। তৃণমূলে বিদ্রোহীর এই তালিকাটা নিছক কম নয়। প্রার্থী তালিকায় স্থান না পেয়ে বিদ্রোহের তালিকার রয়েছেন সোনালি গুহ, আরাবুল ইসলাম, দীপেন্দু বিশ্বাস, মইনুদ্দিন শামস, দীনেশ বাজাজ, শম্পা দরিয়া, জটু লাহিড়ী, শীতল সর্দার-সহ অনেকেই।

মমতা শূন্য ভবানীপুর, ফাঁকা মাঠে গোল কৈলাশের, মোদীর ব্রিগেডের আমন্ত্রণ পত্র বিলি 'ফ্লপ শো' হল বিজেপিরমমতা শূন্য ভবানীপুর, ফাঁকা মাঠে গোল কৈলাশের, মোদীর ব্রিগেডের আমন্ত্রণ পত্র বিলি 'ফ্লপ শো' হল বিজেপির

English summary
Mukul Roy starts to play of broken TMC after candidate announcing of West Bengal Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X