For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর টার্গেট বনাম সংগঠন! বিজেপির গলদ কোথায় দেখিয়ে দিলেন মুকুল রায়

বামেরা ক্ষমতায় থাকার সময়ে সেই সময়কার দল তৃণমূলের তরফে একের পর এক নির্বাচন পরিচালনা করেছেন মুকুল রায়। তবে বাম শাসনে বড় সাফল্য আসে ২০০৮-এর পঞ্চায়েত নির্বাচনে। তারপর ২০০৯-এর লোকসভা নির্বাচনে। একেবারে শ

  • |
Google Oneindia Bengali News

বামেরা ক্ষমতায় থাকার সময়ে সেই সময়কার দল তৃণমূলের তরফে একের পর এক নির্বাচন পরিচালনা করেছেন মুকুল রায়। তবে বাম শাসনে বড় সাফল্য আসে ২০০৮-এর পঞ্চায়েত নির্বাচনে। তারপর ২০০৯-এর লোকসভা নির্বাচনে। একেবারে শেষে ২০১১-র বিধানসভা নির্বাচন। নিজের হাতেই বুথ কমিটি গড়েছিলেন মুকুল রায়। কিন্তু বিজেপি রাজ্যে ১৮ টি লোকসভার আসন পাওয়ার পর একবছর কেটে গেলেও সেই দলে রাজ্যের সব বুথের জন্য বুথ কমিটি গড়ে তোলা যায়নি। যা নিয়ে বার্তা দিয়ে রেখেছেন মুকুল রায়। সূত্রের খবর এমনটাই।

রাজ্যের জন্য জেপি নাড্ডার টার্গেট

রাজ্যের জন্য জেপি নাড্ডার টার্গেট

রাজ্যের জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি টার্গেট বেঁধে দিয়েছেন। একদিকে তিনি বলেছেন, ৫০ শতাংশ ভোট পেতে হবে, অন্যদিকে তিনি বলেছেন, ২০০ আসন পেতেই হবে। যা নিয়েই তৈরি হয়েছে সংশয়।

ভোটের লড়াইয়ে বুথ কমিটি

ভোটের লড়াইয়ে বুথ কমিটি

ভোটের লড়াইয়ে যে বুথ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তা দেখিয়ে দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রাজ্যের আর কোথাও বুথ কমিটিকে নিয়ে তৃণমূলের মধ্যে নাড়াচাড়ার খবর পাওয়া না গেলেও নিজের জেলায় বুথ কমিটিগুলি কতটা সক্রিয়, তা পরখ করে দেখতে নিজেই জেলা সফরে বেড়িয়ে পড়েছে অনুব্রত মণ্ডল।

বিজেপির কাছে কঠিন লড়াই

বিজেপির কাছে কঠিন লড়াই

২০১৪-র ৪ শতাংশ থেকে ২০১৯-এ ৪০.৩ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। তাদের থেকে তিন শতাংশের বেশি ভোট পেয়েছে তৃণমূল। রাজ্যে প্রায় ৭৮ হাজার বুথ রয়েছে। সব বুথে বুথ কমিটি তৈরি না হলে, তৃণমূলের সঙ্গে টক্কর দেওয়াটাই যে কঠিন হয়ে পড়বে, তা স্পষ্ট করে দিয়েছেন মুকুল রায়, সূত্রের খবর এমনটাই।

সদস্য অনেক, নেই তত বুথ কমিটি

সদস্য অনেক, নেই তত বুথ কমিটি

বিজেপি সূত্রে পাওয়া হিসেব অনুযায়ী, তারা যে সদস্য সংগ্রহ করেছে তাতে রাজ্যের ৭৮ হাজার বুথের প্রতিচিতে ১২৮ জন করে লোক দেওয়া যায়। কিন্তু এখনও পর্যন্ত বিজেপির তরফে ৫৫ হাজার বুথ কমিটি গঠনের কথা জানা গিয়েছে। বাকি বুথ কমিটি কত তাড়াতাড়ি গঠিত হয়, এখন তারই অপেক্ষা।

English summary
Mukul Roy shows the weak points of BJP to fight with TMC in 2021 assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X