মুকুলের হাতে ১০৭ বিধায়কের তালিকা! তৃণমূলকে আরও বড় ভাঙার বার্তা, রিপোর্ট শাহকে
উপনির্বাচন শেষ হলেই রাজ্যে ফের গেরুয়া ঝড় উঠবে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখানোর হিড়িক পড়ে যাবে। মুকুল রায় ফের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস ভাঙার। মুকুল জানালেন ১০৭ বিধায়কের তালিকা তিনি ইতিমধ্যেই তুলে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। সেই তালিকায় বহু তৃণমূল বিধায়ক ছাড়াও নাম রয়েছে কংগ্রেস-বাম বিধায়কদেরও।

১০৭ জন বিধায়কের তালিকা মুকুলের
এদিন তিনি দাবি করেন, শুধু ওই ১০৭ জন বিধায়কই নন, এই তালিকায় রয়েছে আরও অনেকের নাম। এর বাইরে আরও অনেক বিধায়কও রয়েছেন। তৃণমূল ছাড়াও অন্য দল থেকেও বিজেপিতে যোগ দেবেন বলে হুঙ্কার মুকুল রায়ের। তাঁর কথায়, বাংলায় এরপর বিজেপি ছাড়া সমস্ত দলই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

বিজেপি ভাঙন ধরিয়ে দেবে তৃণমূলের
উল্লেখ্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের যে হিড়িক তৈরি হয়েছিল, তা ফের তৈরি হবে উপনির্বাচনের পর। আবারও বিজেপি ভাঙন ধরিয়ে দেবে। প্রশান্ত কিশোরকে নিয়োগ করেও যে কোনও ফায়দা হয়নি তৃণমূলের, তা প্রমাণ হয়ে যাবে তারপরই। উত্তর ২৪ পরগনার মুকুল-অর্জুন গড়ে প্রত্যেকটি পুরসভা হতছাড়া হওয়ার পরও আশাবাদী মুকুল রায়।

শুধু উপনির্বাচনের ফলটা বেরোতে দিন
তৃণমূলকে ভেঙেও শেষ রক্ষা হয়নি প্রথম পর্বে। তা সত্ত্বেও দ্বিতীয় পর্বে তৃণমূল বিধায়কদের দিকে নজর দিলেন মুকুল রায়। তাঁর হুঙ্কার, শুধু উপনির্বাচনের ফলটা বেরোতে দিন, তারপরই দেখবেন তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। তাঁর দাবি, ১০৭ জন বিধায়কের তালিকা তিনি পেশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

উপনির্বাচনে তাঁরাই জিতবেন
মুকুল রায় বলেন, উপনির্বাচনে তিনটি কেন্দ্রেই জয়ী হবেন তাঁরা। তারপরই বিজেপিতে আসার ঢল নামবে। বিজেপি নিজের গতিতেই এগোচ্ছে। সেই স্রোতে ভাসতে যাঁদের ইচ্ছা, তাঁরা সবাই আসবেন। বিজেপি যে বিপুল শক্তি নিয়েই ২০২১-এ বিধানসভা নির্বাচনে লড়াই করবে তাও স্পষ্ট করে দেন মুকুল রায়।

তৃণমূলে ঘরওয়াপসির পরও মুকুলের বার্তা
লোকসভা নির্বাচনের পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। শুধু তৃণমূল নয়, কংগ্রেস-বামফ্রন্টের বিধায়করাও পাড়ি জমিয়েছিল বিজেপিতে। এসেছিলেন কাউন্সিলররাও। পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল তৃণমূলের। এই তিন মাসে তার অধিকাংশই আবার পুনর্দখল করে নিয়েছে তৃণমূল। ঘরে ফিরেছেন দলছাড়ারা।
তৃণমূল ফের বড়সড় ভাঙনের মুখে! মুকুল দিনস্থির করলেন বিধায়কদের যোগদানের