For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একে একে বিজেপিতে আসবে আরও শতাধিক বিধায়ক, ফের মুখ খুললেন মুকুল রায়

কলকাতায় প্রাক্তন মেয়র বিজেপিতে যোগ দেওয়ায় খুশি বিজেপি নেতা মুকুল রায়। তিনি যেন ফের পুরনো ছন্দ ফিরে পেয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ায় খুশি বিজেপি নেতা মুকুল রায়। তিনি যেন ফের পুরনো ছন্দ ফিরে পেয়েছেন। শোভন চট্টোপাধ্যায়ের বিজেপি যোগদানকে যেমন প্রশংসা করেছেন, একইসঙ্গে জানিয়েছেন, ১০০-র বেশি বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে কে দলে যোগ দেবেন, আর কে দেবেন না তা দলই ঠিক করবে বলে জানিয়েছেন তিনি।

আত্মবিশ্বাসী মুকুল রায়

আত্মবিশ্বাসী মুকুল রায়

মাঝে বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ফের যেন আত্মবিশ্বাসী লাগছে মুকুল রায়কে। কাঁচড়াপাড়ার বাড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন, এই মুহুর্তে
১০০-র বেশি বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে গেলে ১০৭।

'দলই সিদ্ধান্ত নেবে'

'দলই সিদ্ধান্ত নেবে'

সম্প্রতি বীরভূমের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে দলে নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল তা কবুল করেন মুকুল রায়। এর আগে অনেক জনপ্রতিনিধি দিল্লিতে মুকুল রায়ের উপস্থিতি বিজেপিতে যোগ দিলেও, পরে তাঁদের তৃণমূলে ফিরে যেতে দেখা গিয়েছে। সেই সময় মুকুল রায়কে নিয়েও প্রশ্ন উঠেছিল। ফলে নতুনদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার এখন দলের ওপরে, জানিয়েছেন মুকুল রায় নিজেই।

তৃণমূলকে কটাক্ষ

তৃণমূলকে কটাক্ষ

শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে মুকুল রায় কটাক্ষ করেছেন তৃণমূলকে। বলেছেন, তৃণমূল এখন বলছে বিজেপিতে শোভন যোগ দেওয়ায় কোনও ক্ষতি হবে না। যদিও পাঁচদিন আগেও সেকথা বলেনি। সেই সময় কোনও সময় পার্থ চট্টোপাধ্যায় কোনও সময় ফিরহাদ হাকিমকে দিয়ে শোভন চট্টোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় বাড়িতেও গিয়েছিলেন।

[আরও পড়ুন:শোভনের যোগদানে বিজেপির শক্তি বৃদ্ধি! প্রশাসন নিয়ে মমতাকে একযোগে কটাক্ষ মুকুল-অর্জুনের][আরও পড়ুন:শোভনের যোগদানে বিজেপির শক্তি বৃদ্ধি! প্রশাসন নিয়ে মমতাকে একযোগে কটাক্ষ মুকুল-অর্জুনের]

[আরও পড়ুন: ক্লিনচিট প্রশ্নের পাল্টা এল আন্তরিকতা! দিলীপ ঘোষের ব্যবহারে মুগ্ধ শোভন-বৈশাখী][আরও পড়ুন: ক্লিনচিট প্রশ্নের পাল্টা এল আন্তরিকতা! দিলীপ ঘোষের ব্যবহারে মুগ্ধ শোভন-বৈশাখী]

English summary
Mukul Roy says more than 100 Mla are in contact with him. He is happy with joining of Sovan Chatterjee in BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X