For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য চাইলে কেন্দ্রের সঙ্গে কথা! নিজের নামে অপব্যাখ্যার জবাব দিলেন মুকুল

রাজ্য সরকার যদি চায়, তাহলে কেন্দ্রের সঙ্গে কথা বলবে রাজ্য বিজেপি নেতৃত্ব। এমনটাই জানিয়েছেন মুকুল রায়। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সরকার যদি চায়, তাহলে কেন্দ্রের সঙ্গে কথা বলবে রাজ্য বিজেপি নেতৃত্ব। এমনটাই জানিয়েছেন মুকুল রায়। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, দলের নির্দেশে লকডাউন মেনেই কাজ করছেন তিনি।

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল! আলাদা টিম গঠন স্বরাষ্ট্রমন্ত্রকেরকরোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল! আলাদা টিম গঠন স্বরাষ্ট্রমন্ত্রকের

আম্ফান নিয়ে মুকুল রায়

আম্ফান নিয়ে মুকুল রায়

মুকুল রায় বলেছেন আম্ফান নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। দলের তরফে রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে সাধারণ মানুষের পাশে থাকতে। তিনি বলেন, বিজেপির সাংগঠনিক জেলা হিসেবে আস্ফানের জেরে প্রভাব পড়তে চলেছে, পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, উত্তর ২৪ পরগনার বারাসত, বসিরহাট, ব্যারাকপুরের অংশ, কলকাতার একটা অংশ, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর, ডায়মন্ডহারবারের অংশ। তিনি বলেন, এই পরিস্থিতি মানুষকে বলা হয়েছে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা জন্য।

ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

মুকুল রায় রাজ্যের সাহায্য না পাওয়া প্রসঙ্গে বলেছেন, বড় লড়াই ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। সবাইকে একসঙ্গে লড়তে হবে। রাজ্য সরকার যদি রাজ্য বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে কোন দাবি কেন্দ্রের কাছে রাখতে চায়, রাজ্য যদি সহযোগিতা চায়, তাহলে তা করা হবে বলে জানিয়েছেন মুকুল রায়। তিনি জানান, বিজেপির তরফে হেল্পলাইন খোলা হচ্ছে। যার দায়িত্বে থাকবেন বিজেপির নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

তিনি নিষ্ক্রিয় নন, বললেন মুকুল

তিনি নিষ্ক্রিয় নন, বললেন মুকুল

তাঁর নিষ্ক্রিয় থাকার অভিযোগ প্রসঙ্গে মুকুল রায় বলেন, তাঁর নামে অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, দল নির্দেশ দিয়েছে লকডাউন, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে। তাই লকডাউন মেনে চললে রাস্তায় নেমে লড়াই করা যায় না। এব্যাপারে তিনি কেন্দ্রীয় মন্ত্রীদেরও উদাহরণ দেন। তিনি বলেন, দল ও সরকার যেভাবে চাইছে, সেই ভাবেই কাজ চলছে।

English summary
Mukul Roy says if State Govt wants, then BJP will talk to the Centre on their claims
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X