For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সঙ্গে বিরোধেই তৃণমূল ত্যাগ মুকুলের! সিউড়ির সমাবেশে কারণ জানালেন মুকুল

তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ্ডগোল হয়েছিল বিভিন্ন কারণে। যার মধ্যে অন্যতম কারণ ছিল সিবিআই। সিউড়ির সভায় এমনটাই দাবিকরলেন বিজেপি নেতা মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ্ডগোল হয়েছিল বিভিন্ন কারণে। যার মধ্যে অন্যতম কারণ ছিল সিবিআই। সিউড়ির সভায় এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সিবিআই-এর কাছে যেতে বারণ করেছিলেন। যদিও তিনি(মুকুল রায়) সেটা মানেননি বলে দাবি করেছেন।

সিবিআই-এর কাছে যেতে বারণ

সিবিআই-এর কাছে যেতে বারণ

২০১৭-র শেষ লগ্নে পুরনো দল ছেড়ে নতুন দলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। সেই সময়ের অনেক আগে থেকেই অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধ শুরু হয়েছিল মুকুল রায়ে। প্রশ্ন উঠেছিল কেন এই বিরোধ। এতদিন পরিষ্কার করে না জানালেও, বুধবার সিউড়ির সভা থেকে একটি কারণ জানালেন মুকুল রায়। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা সিবিআই-এর কাছে যেতে বারণ করেছিলেন। মুকুল রায়ের দাবি, পরিবর্তে তিনি বলেছিলেন, সিবিআই যতবার ডাকবে তিনি যাবেন। তদন্তে সহযোগিতা করবেন। আর যদি শাস্তি দেয়, তাহলে মাথা পেতে নেবেন।

রাতে ঘুমোতে পারেন না নেতারা

রাতে ঘুমোতে পারেন না নেতারা

মুকুল রায়ের দাবি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক মন্ত্রী রাতে সঠিকভাবে ঘুমোতে পারেনা। কেননা তারা নাকি ভাবেন, কথন সিবিআই বাড়ির দরজায় কড়া নাড়বে, সেই আশঙ্কা আর আতঙ্ক তাদের গ্রাস করেছে।

নীরব-মালিয়ারা সারদা-রোজভ্যালি থেকে আলাদা

নীরব-মালিয়ারা সারদা-রোজভ্যালি থেকে আলাদা

সমাবেশে মুকুল রায় বলেন, নীরব মোদী বিজয় মালিয়ারা সরকারের টাকা লুঠ করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর সারদা-রোজভ্যালি সাধারণ মানুষের টাকা নিয়েছিল। তাদের থেকে টাকা নিয়ে নয়ছয় করেছিল রাজনৈতিক নেতারা। যাঁরা টাকা নিয়েছিলেন, তাঁরা গেলেন কোথায়, প্রশ্ন করেন মুকুল রায়।

English summary
Mukul Roy said, due to differences with Mamata Banerjee, he leave TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X