For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায়ের টুইটার অ্যাকাউন্ট হঠাৎ উধাও, তবে কি সত্যিই মুখ ফেরাচ্ছেন বিজেপি থেকে

আচমকাই টুইটার অ্যাকউন্ট উধাও হয়ে গেল মুকুল রায়ের। তাতেই জল্পনার পারদ চড়ল হু হু করে। বিজেপিতে যোগ দেওয়ার পরই তিনি টুইটারে সক্রিয় ছিলেন।

Google Oneindia Bengali News

আচমকাই টুইটার অ্যাকউন্ট উধাও হয়ে গেল বিজেপি নেতা মুকুল রায়ের। তাতেই জল্পনার পারদ চড়ল হু হু করে। বিজেপিতে যোগ দেওয়ার পরই তিনি টুইটারে সক্রিয় ছিলেন। কিন্তু সম্প্রতি করোনা ভাইরাস লকডাউনে তাঁকে সে ভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি। এরই মধ্যে হঠাৎ করে টুইটার থেকে মুছে গেল মুকুল রায়ের অ্যাকাউন্ট।

মুকুল রায়ের টুইটার অ্যাকাউন্ট মুছে গেল

মুকুল রায়ের টুইটার অ্যাকাউন্ট মুছে গেল

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর পর মুকুল রায় তাঁর টুইটার হ্যান্ডেল থেকে নিশানা করেছিলেন তৃণমূলকে। তারপরই হঠাৎ মুকুল রায়ের টুইটার অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। আচমকা মধ্যরাতে কেন মুকুল রায় টুইটার অ্যাকাউন্ট থেকে মুছে গেলেন, তা নিয়েই চর্চা চলছে।

মুকুল রায়ের পদক্ষেপে তুমুল জল্পনা শুরু

মুকুল রায়ের পদক্ষেপে তুমুল জল্পনা শুরু

বিজেপি নেতা মুকুল রায়ের এহেন পদক্ষেপে তুমুল জল্পনা শুরু হয়েছে রাজ্যজুড়ে। কেন নিজের টুইটার হ্যান্ডেল মুছে দিলেন মুকুল রায়। অবশ্য এসব নিয়ে ভাবিত নন মুকুল রায়। এর মধ্যে বিতর্কের কিছু দেখছেন না তিনি। তিনি যেমন ছিলেন, তেমনই আছেন, সংবাদমাদ্যম অযথা চর্চা চালাচ্ছে।

বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মুকুলের!

বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মুকুলের!

রাজনৈতিক মহল মনে করছে, সম্প্রতি বঙ্গ বিজেপির সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি হয়েছে মুকুল রায়ের। প্রথম ২০১৭ সালে বিজেপিতে যোগ দিয়ে আজও তিনি পদহীন। তাঁর অনুগামীরা বিজেপিতে এসে পদ পেয়েছেন, কিন্তু তিনি পাননি। মন্ত্রিত্ব বা সাংসদ পদ কিছুই জোটেনি এতদিনে।

মুকুলের নীরব থাকা নিয়েও প্রশ্ন উঠে

মুকুলের নীরব থাকা নিয়েও প্রশ্ন উঠে

তারপর করোনা লকডাউনে তাঁর নীরব থাকা নিয়েও প্রশ্ন উঠে যায়। তারপর রটনা শুরু হয় তাঁর তৃণমূলের সঙ্গে যোগাযোগ নিয়ে। সেসব উড়িয়ে মুকুল রায় স্বমহিমায় প্রতিভাত হওয়ার আগেই ফের জানিয়ে দেন, বিজেপির সদর দফতরে তিনি আর যাবেন না। তিনি সল্টলেকের অফিসে বসবেন বলেও জানান তিনি।

যতটা না বললে নয়, ততটাই বলছেন মুকুল

যতটা না বললে নয়, ততটাই বলছেন মুকুল

বিজেপিতে ইদানিং তিনি সক্রিয় হননি। তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। এমনকী অমিত শাহের ভার্চুয়াল সভাতে তিনি উপস্থিত হলেও সেভাবে আক্রমণাত্মক হতে দেখা যায়নি তৃণমূলের বিরুদ্ধে। যতটা না বললে নয়, ততটাই বলেন সল্টলেক অফিস থেকে। বিধায়ক মৃত্যু নিয়েও তিনি দলের থেকে ভিন্ন মত পোষণ করেছেন।

কী এমন হল টুইটার ডিলিট করে দিলেন মুকুল

কী এমন হল টুইটার ডিলিট করে দিলেন মুকুল

বিজেপি চেয়েছে হেমতাবাদের বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্ত হোক। আর মুকুল রায় চেয়েছেন বিচারবিভাগীয় তদন্ত। তারপরই তাঁর টুইটার অ্যাকাউন্ট উধাও হয়ে যায়। কেন টুইটার অ্যাকাউন্ট ডিলিট করলেন তৃণমূল নেতা, তা নিয়েই জল্পনা চলছে তারপর থেকে। মুকুল রায় তাঁর টুইটার হ্যান্ডেল @MukulR_Official থেকে মমতাকে বিঁধতেন। নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হতেন। প্রায় ৭২ হাজার টুইট করেছিলেন তিনি। তাহলে কী এমন হল তিনি ডিলিট করে দিলেন?

মেধা তালিকায় প্রথম দশে ৮৪ জন, কোন জেলার কারা স্থান পেলেন তালিকায় একনজরেমেধা তালিকায় প্রথম দশে ৮৪ জন, কোন জেলার কারা স্থান পেলেন তালিকায় একনজরে

English summary
Mukul Roy’s twitter account is deleted suddenly started speculation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X