For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের মঞ্চ শুধু দিলীপ-বিরোধীদের! বঙ্গ বিজেপিতে ফের বিভাজন রেখা স্পষ্ট

মুকুলের মঞ্চ শুধু দিলীপ-বিরোধীদের! বঙ্গ বিজেপিতে ফের বিভাজন রেখা স্পষ্ট

Google Oneindia Bengali News

মুকুল রায়ের সংবর্ধনা মঞ্চে বিজেপির বিভাজন রেখা স্পষ্ট হল। সমস্ত দিলীপ ঘোষ বিরোধী নেতারা এক জায়গায় সম্মিলিত হলেন। শঙ্কুদেব পাণ্ডার উদ্যোগে মুকুল-সংবর্ধনায় দিলীপ ঘোষ নেই, শুধু দিলীপ-বিরোধী নেতারাই বিরাজ করলেন মঞ্চে। ২০২১-এর আগে বিজেপিতে বিভাজন নিয়ে জোর চর্চা শুরু হল রাজ্য-রাজনীতিতে।

মুকুল রায় নতুন তকমা পেলেন

মুকুল রায় নতুন তকমা পেলেন

দিলীপ ঘোষ বা বাহুল সিনহা গোষ্ঠীর কোনও নেতা ছিলেন মুকুল রায়ের সংবর্ধনা মঞ্চে। ফলে এই মঞ্চ থেকে মুকুল রায়কে প্রশংসায় ভরিয়ে দেওয়া হল। এমনকী মুকুল রায় নতুন তকমা পেলেন কৈলাশ বিজয়বর্গীয়র কাছ থেকে। আগে মুকুলকে চাণক্য বলেছিলেন কৈলাশ। এবার মুকুল রায়কে চাণক্যের গুরুর সম্মামে ভূষিত করলেন।

মুকুল রায় সংবর্ধিত বিজেপিতে

মুকুল রায় সংবর্ধিত বিজেপিতে

মুকুল রায় সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি নিযুক্ত হয়েছেন। ফলে মুকুল রায়কে সংবর্ধিত করেন তাঁর ঘনিষ্ঠ নেতা যুব নেতা শঙ্কুদেব পাণ্ডা। তিনিও মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে গিয়েছিলেন বিজেপিতে। বিজেপিতে তাঁকে যুব মোর্চার সম্পাকের পদ দেওয়া নিয়েও কম জলঘোলা হয়নি।

মুকুল রায়ের সংবর্ধনা মঞ্চে যাঁরা

মুকুল রায়ের সংবর্ধনা মঞ্চে যাঁরা

আইসিসিআর সভাগৃহে মুকুল রায়ের সংবর্ধনা মঞ্চে এদিন উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, স্বপন দাশগুপ্ত, সব্যসাচী দত্ত, ভারতী ঘোষ, শিশির বাজোরিয়া প্রমুখ। প্রায় সবাই-ই মুকুল রায়কে বিপুল সংবর্ধনায় ভূষিত করলেন। তার মধ্যে কৈলাশ বিজয়বর্গীয় ব্যতিক্রমী প্রশংসায় ভরিয়ে দেন মুকুলকে।

কৈলাশকেও পাল্টা প্রশংসা মুকুলের

কৈলাশকেও পাল্টা প্রশংসা মুকুলের

তবে শুধু কৈলাশ বিজয়বর্গীয়ই যে মুকুল রায়ের প্রশংসা করেছেন, তা নয়। মুকুল রায়ও পাল্টা প্রশংসায় ভরিয়ে দেন কৈলাশ বিজয়বর্গীয়কে। কৈলাশ সম্পর্কে মুকুল রায় বলেন, বিজেপি যে জিতেত পারে বাংলাতেও, লড়াইয়ে ময়দানে থাকতে পারে, এই বিশ্বাসটা দলের অন্দরে সংক্রামিত করতে পেরেছেন কৈলাশজি-ই।

মুকুল রায়ের নতুন রূপে প্রতিষ্ঠা বিজেপিতে

মুকুল রায়ের নতুন রূপে প্রতিষ্ঠা বিজেপিতে

আসিসিআরের অনুষ্ঠান বিজেপিতে মুকুল রায়কে নতুন রূপে প্রতিষ্ঠা দিল। এতদিন বিজেপিতে শুধু দিলীপ গোষ্ঠী ও রাহুল গোষ্ঠীর তৎপরতা লক্ষ্যণীয় ছিল। এবার মুকুল রায় গোষ্ঠীর তৎপরপতা সীমাবদ্ধতা থেকে মুক্ত হল। মুকুল রায় এতদিনে বিজেপিতে ছিলেন মনমরা হয়ে। তিনি কেন্দ্রীয় পদ পেয়ে রাজ্য রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়িয়ে নিলেন।

শুভেন্দু কি বিজেপিতেই যোগ দিচ্ছেন! দিলীপের মন্তব্যে জোর জল্পনা একুশের আগে শুভেন্দু কি বিজেপিতেই যোগ দিচ্ছেন! দিলীপের মন্তব্যে জোর জল্পনা একুশের আগে

English summary
Mukul Roy’s stage is indeed an assembly of anti Dilip Ghosh leaders in BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X