For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ২৫-৩০ বিধায়ক-সাংসদ পা বাড়িয়ে তৃণমূলে! বিস্ফোরক মুকুল-পুত্র শুভ্রাংশু

মুকুল রায় তৃণমূলে যোগদানের পর বিজেপিতে ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন পুত্র শুভ্রাংশু। তিনি সাফ জানালেন, বিজেপির কতজন বিধায়ক ও সাংসদ তৃণমূলে যোগ দিতে পা বাড়িয়ে রয়েছেন।

Google Oneindia Bengali News

মুকুল রায় তৃণমূলে যোগদানের পর বিজেপিতে ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন পুত্র শুভ্রাংশু। তিনি সাফ জানালেন, বিজেপির কতজন বিধায়ক ও সাংসদ তৃণমূলে যোগ দিতে পা বাড়িয়ে রয়েছেন। মুকুলের সঙ্গে কারা আসতে পারেন তৃণমূল কংগ্রেসে, তা নিয়ে জল্পনা ছিলই, সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন শুভ্রাংশু।

মুকুল-পুত্র শুভ্রাংশুর বিস্ফোরক বার্তা

মুকুল-পুত্র শুভ্রাংশুর বিস্ফোরক বার্তা

মুকুল বিজেপি ছাড়ায় স্বাভাবিকভাবেই ভাবা হয়েছিল তাঁর অনুগামীরা নামে লেখাবেন তৃণমূলে। কিন্তু সেইসব নামের অনেককে নিয়েই তৃণমূলের অন্দরেই আপত্তি রয়েছে। মুকুল রায় সক্রিয় হয়েই ৩৫ জনের নামের তালিকা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যয়ের হাতে। এবার মুকুল-পুত্র জনপ্রিয় এক সংবাদমাধ্যেমর সাক্ষাৎকারে বিস্ফোরক বার্তা দিলেন।

বিজেপির ২৫-৩০ জন বিধায়ক ও সাংসদ তৃণমূলে আসবেন!

বিজেপির ২৫-৩০ জন বিধায়ক ও সাংসদ তৃণমূলে আসবেন!

শুভ্রাংশু রায় বলেন, বিজেপির ২৫-৩০ জন বিধায়ক ও সাংসদ তৃণমূলে আসবেন। তাঁরা সবাই বাবার সঙ্গে যোগাযোগ রেখেছেন। বিজেপিতে ধস নামবে অচিরেই। এছাড়া তালিকায় আছেন, য়াঁরা বিজেপিতে গিয়ে হেরেছেন, এমন নেতা। আর বিজেপিরই পুরনো অনেকেই রয়েছেন তালিকায়। তবে তাঁদের সবাইকে তৃণমূল জায়গা দেবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েই যায়।

এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়েছিল মুকুল রায়কে

এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়েছিল মুকুল রায়কে

শুভ্রাংশু বলেন, মুকুল রায়কে আগে-পরে এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়েছিল। মানসিক চাপ ছিল বাবার উপর। বাবা মানিয়ে নিতে পারছিলেন না। আমারও মানিয়ে নিতে সমস্যা হয়েছিল। শুভ্রাংশু এদিন যে ভাষায় এজেন্সির কথা বলেছেন, সে কথা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। মমতা বলেন, মুকুলকে এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

শুভ্রাংশুর অভিযোগ ওড়ালেন সৌমিত্র

শুভ্রাংশুর অভিযোগ ওড়ালেন সৌমিত্র

শুভ্রাংশু তৃণমূলে ফিরেই বিস্ফোরক দাবি করেছেন। বিজেপিতে বিরাট ভাঙন আসছে বলে দাবি করেছেন। যদি বিজেপি সেই দাবি মানতে নারাজ। বিজেপি ভাঙবে না। দু-চারজন এধার-ওধার করতে পারে, তার কোনও প্রভাব পড়বে না বঙ্গ বিজেপিতে। সৌমিত্র খাঁ এদিনও মুকুল রায়ের বিরুদ্ধে সরব হয়ে তাঁকে মীরজাফর আখ্যা

English summary
Mukul Roy’s son Shubhrangshu Roy increases speculation that 25-30 BJP MLAs can join in TMC. Mukul Roy already submits 35 BJP leader’s list including MLAs and MPs to Abhishek Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X