For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতায় আস্থা হারিয়ে মুকুল-পুত্র যোগ দিলেন বিজেপিতে, দেড় বছরের জল্পনার অবসান

: মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে জল্পনার অবসান হল মঙ্গলবার। মমতায় আস্থা হারিয়ে মুকুল-পুত্র যোগ দিলেন বিজেপিতে।

Google Oneindia Bengali News

মুকুল পুত্র শুভ্রাংশু রায় অবশেষে দেড় বছরের জল্পনার অবসান ঘটিয়ে যোগ দিলেন বিজেপিতে। বাবার হাত ধরে তিনি তৃণমূল ছেড়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন। সোমবারই তিনি মুকুল রায়ের সঙ্গে দিল্লি উড়ে গিয়েছিলেন। বীজপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দিলেন আরও দুই বিধায়ক।

বহিষ্কারের পরই পাকাপাকি সিদ্ধান্ত

বহিষ্কারের পরই পাকাপাকি সিদ্ধান্ত

লোকসভা ভোটের পরই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মুকুল-পুত্র শুভ্রাংশুকে দল থেকে বহিষ্কার করেন ছ-বছরের জন্য। তৃণমূলে বহিষ্কৃত হয়ে মুকুল-পুত্র জানান, তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন। তাঁর অনুভূতি, যেন মুক্ত বতাসে ফিরে এলাম। এরপরই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনার পারদ চড়তে থাকে। সেই জল্পপনায় ইতি ঘটল এবার।

অর্জুনের জয়ের পরই ভাঙন তৃণমূলে

অর্জুনের জয়ের পরই ভাঙন তৃণমূলে

লোকসভা ভোটে বারাকপুর আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিং জয়ী হওয়ার পরই শুভ্রাংশুর মন্তব্যে বিতর্কের সূত্রপাত। তিনি সাংবাদিক বৈঠক করে হাসিমুখে বলেন, আসলে বাবার কাছে হেরে গেলাম। আমরা দুজনেই ভূমিপুত্র। বীজপুরের মানুষ আমাকে নয়, বাবাকেই বেছে নিয়েছেন। এই হারে আমার লজ্জা নেই। কারণ বাবার কাছে হেরেছি, হেরেছি লড়াই করে।

অনুগামীদের নিয়ে বিজেপিতে শুভ্রাংশু

অনুগামীদের নিয়ে বিজেপিতে শুভ্রাংশু

বহিষ্কৃত হয়ে শুভ্রাংশু জানিয়েছিলেন, তিনি অনুগামীদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। সেইমতো সিদ্ধান্ত পাকাপাকিই নিয়ে ফেললেন শুভ্রাংশু। কাঁচরাপাড়া ও হালিশঙর, নৈহাটি ও কল্যাণীর প্রায় ৫০ জন কাউন্সিলরকে নিয়ে তিনি এদিন গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন। দিল্লিতে বাবার পাশে বসে সবুজ থেকে গেরুয়া হলেন শুভ্রাংশু।

বাংলায় ঝড়, দলবদলের হিড়িক

বাংলায় ঝড়, দলবদলের হিড়িক

দিল্লিতে গিয়ে শুভ্রাংশু তৃণমূলকে বাই বাই করে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন বাংলায় আরও দুই বিধায়ক। বিষ্ণুপুরের বিধায়ক তুষার ভট্টাচার্য যোগ দিয়েছেন বিজেপিতে। আবার বামশিবিরকে ধাক্কা দিয়ে সিপিএমের বিধায়ক দেবেন রায়ও পদ্মশিবিরে যোগ দিয়েছেন। মুকুলের হাত ধরে বাংলায় বাড়বৃদ্ধিতে উৎফুল্ল বিজেপি নেতৃত্ব।

English summary
Mukul Roy’s son Shubhrangshu Roy joins in BJP with more two MLA and councilors. Shubhrangshu and others join in Delhi BJP party office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X