For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার এক কথায় সব ‘রাগ’ গলে জল, তৃণমূলের পদক্ষেপে ঘরেই ‘ধাক্কা’ খেলেন মুকুল

বিধানসভায় দেখা হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসা করেন- ‘কী রে কাল এলি না কেন?’ মুখ্যমন্ত্রীর এই একটি কথাতেই সব রাগ গলে জল

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে মুকুল-পুত্র উপস্থিত হন কি না, তা নিয়ে সকলের নজর ছিল। তাঁর অনুপস্থিতি সেদিন কারও নজর এড়িয়ে যায়নি। স্বয়ং মুখ্যমন্ত্রীও বিষয়টি নজর করেন। তাই পরদিন বিধানসভায় দেখা হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসা করেন- 'কী রে কাল এলি না কেন?' মুখ্যমন্ত্রীর এই একটি কথাতেই সব রাগ গলে জল।

মমতার এক কথায় সব ‘রাগ’ গলে জল, তৃণমূলের পদক্ষেপে ঘরেই ‘ধাক্কা’ খেলেন মুকুল

তারপর তৃণমূলের সম্মেলনে সক্রিয় ভূমিকায় দেখা গেল মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে। উত্তর ২৪ পরগনার বারাসতে তৃণমূলের সম্মেলনে আগাগোড়া বীজপুরের বিধায়ক ছিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির পাশে। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম তাঁকে পার্টি কর্মসূচিতে সক্রিয় ভূমিকায় দেখা গেল। শুধু শুভ্রাংশু নয়, তাঁর অনুগামী দুই বিধায়কও ছিলেন তৃণমূলের এই সম্মেলনে।

শুভ্রাংশ নিজেও স্বীকার করেছেন, 'বাবা বিজেপিতে যোগ দেওয়ার পর দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল। ভুল বোঝাবুঝিও ছিল। আশা করি এখন সে সব মিটে গিয়েছে। আমি আগেও যা বলেছিলাম, এখনও সেই একই কথাই বলব। আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার আদর্শ। তাঁকে আদর্শ মেনেই আমি রাজনীতিতে এসেছিলাম। সেই আদর্শ থেকে আমি বিচ্যুৎ হইনি। সুযোগ পেলেই আমি তা বুঝিয়ে দেব।'

মমতার এক কথায় সব ‘রাগ’ গলে জল, তৃণমূলের পদক্ষেপে ঘরেই ‘ধাক্কা’ খেলেন মুকুল

এর আগে শুভ্রাংশু অভিযোগ করেছিলেন, 'বাবা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের একটা অংশ আমাকে নিয়ে দলের কান ভারী করেছে। তার ফলে আমাকে কোনও কর্মসূচিতে ডাকা হয়নি। আমাকে না জানিয়েই কর্মসূচি গ্রহণ করা হয়। আমাকে দূরে দূরে রাখা হয় দল থেকে।'

মঙ্গলবারও বারাসতে মুখ্যমন্ত্রীর প্রশসানিক বৈঠকে তাঁকে ডাকা হয়নি বলে অভিযোগ করেছিলেন শুভ্রাংশ। ডাক না পেয়েও তিনি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন, কিন্তু ঢুকতে পারেননি বলে অভিযোগ করেন। পরদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতেই তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন সেই কথা।

মুখ্যমন্ত্রী তাঁকে প্রশ্ন করেছিলেন, কী রে কাল এলি না কেন? সেই প্রশ্ন শুনেই শুভ্রাংশ জানান, তাঁকে ডাকা হয়নি। তৃণমূল নেতৃত্ব তাঁর সঙ্গে অযথা দূরত্ব তৈরি করে রাখে। তখনই মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দেন, এ ব্যাপারে তিনি নিজে কথা বলবেন। আর তার পরেই আবহাওয়া বদল তৃণমূলে। তিনি আমন্ত্রণও পেয়েছেন, গিয়েওছেন তৃণমূলের সম্মেলনে। এবং যথারীতি সক্রিয় ভূমিকায় ছিলেন তিনি।

English summary
Mukul Roy’s son Shubhrangshu Roy is very active in TMC after Mamata Banerjee’s assurance. Shubhrangshu Roy is present in TMC’s conference
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X