For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর পর মুকুলের নামেও পোস্টার ‘দাদার অনুগামী’দের! একুশের আগে জল্পনা

শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর দাদার অনুগামীরা পোস্টার দিলেন মুকুল রায়ের নামে। শিলিগুড়িতে মুকুল রায়ের ছবি-সহ পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর দাদার অনুগামীরা পোস্টার দিলেন মুকুল রায়ের নামে। শিলিগুড়িতে মুকুল রায়ের ছবি-সহ পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দু-রাজীবের পর কেন দাদার অনুগামীরা পোস্টার রাজনীতি এবার শুরু করলেন মুকুল রায়ের নামে? প্রশ্ন উঠে পড়েছে একুশের আগে।

শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরির পর

শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরির পর

সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হতেই রাজ্যে পোস্টার রাজনীতি শুরু হয়ে যায়। শুভেন্দু অধিকারী নামে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পোস্টার পড়তে শুরু করে। সেইসব পোস্টারে শুভেন্দুর নামের আগে নানা বিশেষণ বসে। শুভেন্দুকে তৃণমূল দলের বা মন্ত্রী বলে উল্লেখ না করে বিভূষিত করা হয় বহু নামে।

কিন্তু মুকুল রায়ের নামে কেন পোস্টার?

কিন্তু মুকুল রায়ের নামে কেন পোস্টার?

শুভেন্দুর পর সপ্তাহখানেক ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ে পোস্টার। এমনকী শুভেন্দু ও রাজীবকে একসঙ্গে রেখেও দাদার অনুগামীরা পোস্টার দেয়। এরই মধ্যে জোর তরজা শুরু হয়েছে, শুভেন্দু-রাজীব না হয় তৃণমূলে বিদ্রোহী হয়েছেন তাই তাঁদের নামে অনুগামীরা পোস্টার দিচ্ছেন, কিন্তু মুকুল রায়ের নামে কেন পোস্টার?

মুকুল রায়ের নামে পোস্টারে কী লেখা?

মুকুল রায়ের নামে পোস্টারে কী লেখা?

মুকুল রায়ের নামে পোস্টারে লেখা- মুকুল তোমার হাত ধরে, পদ্ম ফুটুক ঘরে ঘরে। পরিবর্তনের পরিবর্তন হোক বাংলায়। আমরা দাদার অনুগামী। অবাক করা এই পোস্টারে ছেয়ে গিয়েছে শিলিগুড়ির বিভিন্ন জায়গায়। শিলিগুড়িতেই এর আগে পোস্টার পড়েছিল শুভেন্দু অধিকারীর নামে। এবার সেখানে মুকুল রায়।

শুভেন্দুর পদ্ম-যাত্রা কি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে

শুভেন্দুর পদ্ম-যাত্রা কি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে

এখন প্রশ্ন, তবে কি বিজেপি সদস্যরাই দাদার অনুগামী সেজে পোস্টার দিচ্ছেন। নাক দাদার অনুগামী বলতেই আদতে তাঁরা শুভেন্দু অধিকারীর অনুগামীই। তাই যদি হয়, শুভেন্দুর পদ্ম-যাত্রা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে বলেই মুকুল রায়ের নামে পোস্টারে বাংলায় পরিবর্তনের পরিবর্তন আনার বার্তা দেওয়া হয়েছে।

বিজেপির দিকে দাদার অনুগামীরা! বিপদ আসন্ন তৃণমূলের

বিজেপির দিকে দাদার অনুগামীরা! বিপদ আসন্ন তৃণমূলের

মুকুল রায়ের সমর্থনে দাদার অনুগামীদের পোস্টার তৃণমূলকে চাপে ফেলে দিল। কখনও দাদার অনুগামী, কখনও আমরা দাদার ভাই নামে পোস্টার পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কাছে ঝড় হয়ে অবতীর্ণ হয়েছে দাদার অনুগামীদের এই ক্রিয়াকলাপ। তা যদি ক্রমেই বিজেপির দিকে ঢলে পড়ে, তবে বিপদ আসন্ন।

English summary
Mukul Roy’s poster by Dada’s followers increased speculation before 2021 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X