For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায়ের সভা বানচাল করতে লাঙল চালাল তৃণমূল! পুলিশের কাছে কৈফিয়ৎ তলব

লাঙল-চষা জমিতে জলও ঢেলে দিয়েছে শাসক দল। এবার সেই অভিযোগ নিয়েই বীরভূম পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা মুকুল রায়।

Google Oneindia Bengali News

বিজেপির সভা আটকাতে মাঠ লাঙল দিয়ে হাল করে দেওয়া হয়েছে। অভিযোগ, লাঙল-চষা জমিতে জলও ঢেলে দিয়েছে শাসক দল। এবার সেই অভিযোগ নিয়েই বীরভূম পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি এদিন সরাসরি জেলা পুলিশ সুপারের কাছে গিয়ে কৈফিয়ত চান, কেন শাসকদলের ক্ষেত্রে একরকম নিয়ম, আর বিরোধীদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম? কেন শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ-প্রশাসন?

মুকুল রায়ের সভা বানচাল করতে লাঙল চালাল তৃণমূল! পুলিশের কাছে কৈফিয়ৎ তলব

[আরও পড়ুন:মমতার ভূয়সী প্রশংসা মোদী সরকারের রিপোর্টে, পঞ্চায়েতের আগে বিপাকে বঙ্গ বিজেপি][আরও পড়ুন:মমতার ভূয়সী প্রশংসা মোদী সরকারের রিপোর্টে, পঞ্চায়েতের আগে বিপাকে বঙ্গ বিজেপি]

মঙ্গলবার বীরভূমের লাভপুরে বিজেপির সভা নির্ধারিত ছিল। মুকুল রায় ছিলেন সেই সভার মূল বক্তা। কিন্তু পুলিশ তো সভার অনুমতিই দেয়ইনি, তার উপর বিজেপির সভার জন্য নির্ধারিত জমিতে লাঙল দিয়ে হাল করে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে জলও। মুকুলবাবুর অভিযোগ, বিজেপির সভা বানচাল করতেই শাসকদল পূর্ব পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে।

এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল জেলা বিজেপি নেতৃত্ব। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। উল্টে বিজেপির মিছিল বানচাল করে উল্লাসে শাসকদল মিছিল করেছিল। শাসকদলের সশস্ত্র বাহিনী বাইক মিছিল করে দাপিয়ে বেরিয়েছিল এলাকায়। তারই জবাব চাইতে এদিন পুলিশ সুপারের অফিস অভিযানে নামে বিজেপি। মুকুল রায়ের অধীনে এই অভিযান চলে।

মুকুল রায় এদিন বলেন, 'বীরভূমজুড়ে শাসকদল লাগামছাড়া সন্ত্রাস করে চলেছে। কোনও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। এই জিনিস তো বরদাস্ত করা যায় না। তাই পুলিশ সুপারের কাছে কৈফিয়ৎ চাইতে এসেছি। বিজেপির সভাক্ষেত্র লাঙল দিয়ে হাল করার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছি আমরা।'

English summary
Mukul Roy's meeting is spoiled with plow by TMC workers. This allegation arises alleged against Trinamool Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X